Advertisment

টিকিট দেয়নি দল, 'অভিমানে' বিজেপি ছাড়লেন মনোহর পারিকরের ছেলে

বাবার পুরনো কেন্দ্র পানাজি থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়বেন বলে ঘোষণা করেছেন উৎপল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিজেপি ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকর।

টিকিট দেয়নি দল। রাগে-অভিমানে বিজেপি ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকর। বাবার পুরনো কেন্দ্র পানাজি থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়বেন বলে ঘোষণা করেছেন উৎপল। যার জেরে ভোটের মুখে অস্বস্তিতে পড়েছে পদ্মশিবির।

Advertisment

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের প্রতি গোয়ার মানুষের ভালবাসা ছিল অপরিসীম। গোয়ায় বিজেপির হাল শক্ত হাতে ধরেছিলেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ মনোহর আরএসএস কর্মী থেকে বিজেপিতে এসেছিলেন। এবার তাঁর ছেলেই ছাড়লেন বিজেপি।

জানা গিয়েছে, এবারের নির্বাচনে পানাজি কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে চেয়েছিলেন উৎপল। কিন্তু বিজেপি তাঁর জন্য অন্য কিছু ভেবেছিল। বিজেপি সূত্রে খবর, তাঁকে বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলি কী তা খোলসা করেনি পদ্ম নেতৃত্ব। পানাজি থেকে অন্য কাউকে টিকিট দেয় বিজেপি। তাতেই ক্ষুব্ধ হন উৎপল। অগত্যা আজ, শুক্রবার বিজেপি ছাড়লেন তিনি। নির্দল হিসাবে পানাজি থেকেই লড়বেন তিনি। বাবার আবেগকে কাজে লাগিয়ে বিজেপির পথে কাঁটা হতে চান তিনি।

আরও পড়ুন কংগ্রেসের সঙ্গে ভেস্তে গেল জোট, গোয়ায় তৃণমূলের হাত ধরল শিবসেনা

এদিকে, বিজেপির অস্বস্তি বাড়িয়ে আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী দল ছাড়লেন গোয়ায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর শুক্রবার বিজেপি থেকে ইস্তফা দেন। দল তাঁকে টিকিট না দিয়ে পুরনো কেন্দ্র মান্দ্রেম থেকে বিধায়ক দয়ানন্দ সোপতে-কে টিকিট দেয়। তাতেই গোঁসা হয়ে বিজেপি ছেড়ে নির্দল হয়ে ওই কেন্দ্র থেকে লড়বেন পারসেকর। ২০১৪ সালে মনোহর পারিকর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পর তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী হন পারসেকর।

bjp Goa Election 2022 Manohar Parrikar
Advertisment