Advertisment

পসমন্দা মুসলিমরা 'স্নেহ' নয় 'সম্মান' চান, মোদীকে খোলাচিঠি প্রাক্তন রাজ্যসভা সাংসদের

চলতি মাসের গোড়ায় হায়দরাবাদে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী বৈঠকে মোদী পসমন্দা শব্দটির উল্লেখ করেছেন। তাঁদের জন্য ' স্নেহ যাত্রা' করার আহ্বান জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Ali Anwar

পসমন্দা মুসলিমরা 'স্নেহ' নয়, 'সম্মান' চান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ আলি আনোয়ার আনসারি। চিঠিতে তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী পসমন্দা মুসলিমদের জন্য ' স্নেহ যাত্রা' করার আহ্বান জানিয়েছেন। এটা কি মুসলিমদের একের বিরুদ্ধে অপরকে লড়িয়ে দেওয়ার জন্য?

Advertisment

আলি আনোয়ার শুধু প্রাক্তন রাজ্যসভা সাংসদই নন। তিনি অল ইন্ডিয়া পসমন্দা মুসলিম মহাজ নামে এক সংগঠনের সভাপতিও। খোলা চিঠিতে আনোয়ার ভাষণে পসমন্দা (যারা পিছিয়ে পড়া) শব্দটি ব্যবহারের জন্য মোদীকে ধন্যবাদও দিয়েছেন। চলতি মাসের গোড়ায় হায়দরাবাদে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী বৈঠকে মোদী পসমন্দা শব্দটির উল্লেখ করেছেন। তাঁদের জন্য ' স্নেহ যাত্রা' করার আহ্বান জানিয়েছেন।

পালটা আনোয়ারের প্রশ্ন, কেন পিছিয়ে পড়া মুসলিমরা আগে বিজেপির আলোচনার অংশ ছিল না? এখন কেন বিজেপি পসমন্দা মুসলিমদের জন্য ' স্নেহ যাত্রা' করার কথা ভাবছে? চিঠিতে আনসারি লিখেছেন, 'আপনি পসমন্দা মুসলিমদের জন্য বলছেন, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। কিন্তু, পসমন্দা মুসলিমরা সাম্যতা ও মর্যাদা চায়। স্নেহ চায় না। স্নেহ শব্দের একটি নির্দিষ্ট অর্থ রয়েছে। পসমন্দা মুসলিমদের স্নেহ প্রয়োজন, এই কথার মধ্যে বোঝায় যে তারা নিকৃষ্ট। আর, তাঁদের স্নেহ করার জন্য উৎকৃষ্ট ব্যক্তিদের প্রয়োজন।'

আনসারির আরও প্রশ্ন, 'পসমন্দা মুসলিমদের জন্য স্নেহ যাত্রা করার পিছনে কি কোনও ভোট ব্যাংকের রাজনীতি আছে? এর উদ্দেশ্য কি মুসলিমদের একের বিরুদ্ধে অপরকে লড়িয়ে দেওয়া নয়? পসমন্দা মুসলিমরা অন্ধভাবে কোনও দলকেই সমর্থন করে না। কোনও দলেরই তাদেরকে নিজস্ব বলে ধরে নেওয়াও উচিত নয়।'

আরও পড়ুন- জুবেরের জামিনের নির্দেশ: ক্ষমতার অপব্যবহার নিয়ে ফের গ্রেফতারের সীমারেখা টানল সুপ্রিম কোর্ট

তাঁর সংগঠন অল ইন্ডিয়া পসমন্দা মুসলিম মহাজ (এআইপিএমএম) পসমন্দা মুসলিমদের জন্য সাংবিধানিক কাঠামোর মধ্যেই যা চাওয়ার চাইছে বলেই জানান আলি আনোয়ার আনসারি। তিনি বলেন, 'আমরা পসমন্দা মুসলিমদের জন্য আলাদা কিছু চাইছি না। বরং আমরা মুসলমান হিসেবে দাবি করছি যে সরকার আমাদের প্রতি যে বৈষম্য করছে তা অবিলম্বে বন্ধ করা হোক। খ্রিস্টান দলিতদের জন্যও আমাদের একই দাবি। খ্রিস্টান হওয়ার কারণে তাঁদেরকেও শাস্তি দেওয়া হচ্ছে। আমরা প্রথম থেকেই দৃঢ় বিশ্বাস করি যে পসমন্দা মুসলিমরা একা এই লড়াইয়ে জয়ী হতে পারবে না। সব ধর্মের পসমন্দা দলিত এবং অন্যান্য প্রগতিশীল ও ন্যায়প্রিয় মানুষদের সাহায্যেই আমরা সফল হতে পারব।'

Read full story in English

bjp modi Muslim
Advertisment