Advertisment

উপত্যাকায় নয়া দল ঘোষণা গুলামের, অমরিন্দরেরই পথেই আজাদ?

কংগ্রেসত্যাগী আজাদের দলের নাম, ডেমোক্রেটিক আজাদ ফোর্স।

author-image
IE Bangla Web Desk
New Update
ghulam nabi azad-s new polical party democratic azad force

নতুন দলের পতাকা হাতে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

চলতি বছর ডিসেম্বরেই উপত্যকায় বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা। তার আগেই নিজের দলের নাম ঘোষণা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। কংগ্রেসত্যাগী আজাদের দলের নাম, ডেমোক্রেটিক আজাদ ফোর্স।

Advertisment

আজাদের দলের পতাকা হলুদ, সাদা এবং গাঢ় নীল স্ট্রিপ সম্বলিত। পতাক অন্তর্নিহিত মানে বোঝাতে গিয়ে আজাদ জানিয়েছে যে, পতাকার হলুদ রং মানে সৃজনশীলতা, চিন্তা করার শক্তি এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অন্যদিকে সাদা মানে শান্তি ও ভ্রাতৃত্ব। পতাকার গাঢ় নীল উন্মুক্ততা এবং চিন্তা করার স্বাধীনতা, সহনশীলতা, সমুদ্রের মতো গভীর এবং আকাশের মতো বৃহৎ কল্পনাশক্তি প্রতিভূ।

জম্মু-কাশ্মীরবাসীকে আজাদের আহ্বান, মানুষে মানুষে যে বিভেদের দেওয়াল রয়েছে তা মুছে ফেলতে হবে। ৩৭০ ধারা বাতিলের পরে, জম্মু, সাম্বা এবং কাঠুয়ার শিল্পকে কঠোরভাবে আঘাত করা হয়েছিল কারণ এই জায়গাগুলিতে উৎপাদিত পণ্যসমুহ উপত্যকায় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।

আজাদের মতে, কোনও রাজনৈতিক দলের সঙ্গে নবগঠিত ডেমোক্রেটিক আজাদ ফোর্স কোনও প্রতিযোগিতা নেই। বলেন, 'আমরা আমাদের নিজস্ব নীতি ও কর্মসূচী নিয়ে কথা বলব এবং অন্যদেরকে তাদের নিজস্ব কাজ করতে দেব এবং রাজনীতিতে চূড়ান্ত নির্ধারক মানুষের হাতে সবকিছু ছেড়ে দেব।'

রাজনৈতিক প্রতিপক্ষ শত্রু নয় উল্লেখ করে গুলাম নিবি আজাদ বলেন 'শত্রু ও রাজনৈতিক প্রতিপক্ষের' মধ্যে একটি রেখা থাকা প্রয়োজন। বলেন, 'আমাদের মতো, অন্য দলগুলিরও নিজস্ব নীতি ও কর্মসূচি প্রচারের অধিকার আছে এবং গণতন্ত্রে তাদের যে কোনও একটিকে বেছে নেওয়ার অধিকার রেয়ছে জনগণের।'

কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে নতুন দল গঠন করেছিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। কিন্তু কয়েক মাস আগে পাঞ্জাব বিধানসভায় ভরাডুবি ঘটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিজের তৈরি দল পাঞ্জাব লোক কংগ্রেসের। দিন কয়েক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন অমরিন্দর। তাঁর দলও বিজেপির সঙ্গে মিশে যায়। এবার কংগ্রেস ছেড়ে উপত্যাকায় নতুন দল ডেমোক্রেটিক আজাদ ফোর্স গড়লেন গুলাম নবি আজাদ। এখন সেই দলের ভবিষ্যৎ কোন পথে? সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

jammu and kashmir Ghulam Nabi Azad
Advertisment