scorecardresearch

বড়সড় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন, টুইটে জল্পনা উসকে দিলেন হার্দিক

কংগ্রেস হাইকমান্ড তথা গান্ধী পরিবারের বিরুদ্ধে গুজরাতিদের বিরোধিতা করার অভিযোগও এনেছিলেন এই পাতিদার নেতা।

hardik patel

চলতি বছরের শেষেই গুজরাত বিধানসভা নির্বাচন। তার আগে নিজে থেকেই বিজেপিতে যোগ দেওয়ার জন্য হাঁকপাঁক করছেন পাতিদার নেতা হার্দিক প্যাটেল। বিজেপি তাঁকে এখনও পর্যন্ত দলে নেয়নি। কিন্তু, তাতে কী! হার্দিক যে বিজেপিতে ঢুকতে চান। তাই টুইটই করে বসলেন, ‘রাষ্ট্রহিত, প্রদেশহিত, জনহিত এবং সমাজহিতের ভাবনা থেকে আজ নতুন অধ্যায় শুরু করতে চলেছি। ভারতের সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশসেবার জন্য একজন ছোট সৈনিক হিসেবে কাজ করব।’

গত ১৮মে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন হার্দিক প্যাটেল। কংগ্রেস হাইকমান্ড তথা গান্ধী পরিবারের বিরুদ্ধে গুজরাতিদের বিরোধিতা করার অভিযোগও এনেছিলেন এই পাতিদার নেতা। হার্দিকের রাজনৈতিক পদক্ষেপ এবার কী হতে চলেছে, তা নিয়ে এরপরই জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনায় কার্যত ইতি টেনে মঙ্গলবার গুজরাতের মিডিয়া আহ্বায়ক যজ্ঞেশ দাভে বলেন, ‘হ্যাঁ, তিনি বিজেপিতে যোগ দেবেন। সমর্থকদের নিয়ে শ্রীকমলমে দলের সদর দফতরে তাঁর যোগ দেওয়ার কথা। দলের রাজ্য সভাপতি সিআর পাতিল এই যোগদানপর্বে থাকবেন।’

বছর ২৮-এর রাজনৈতিক ব্যক্তিত্ব হার্দিকের উত্থান ঘটে ২০১৫ সালে। সেই সময় তিনি পাতিদারদের সংরক্ষণের দাবিতে গুজরাতের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। সেই সময় তাঁর ক্ষোভ ছিল গুজরাতের তত্কালীন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের বিরুদ্ধে। আনন্দীবেন বর্তমানে উত্তরপ্রদেশের রাজ্যপাল। প্রাথমিকভাবে হার্দিকের নেতৃত্বাধীন পাতিদাররা ওবিসি কোটা চেয়ে আন্দোলনে নেমেছিলেন।

তবে, গুজরাত বিজেপির সকলে অবশ্য দলে হার্দিককে চাইছেন না। এমনই এক প্রবীণ নেতা বলেন, ‘হার্দিককে দলে নেওয়াটা পুরোপুরি পার্টির শীর্ষ নেতাদের সিদ্ধান্ত। তাই দলের কেউ ওঁর বিরুদ্ধে মুখ খুলবে না। কিন্তু, একটা বিষয় পরিষ্কার, বিজেপির প্রতি হার্দিকের ব্যবহার অনেকেই ভোলেননি। তাঁরা চাইছেন না হার্দিক বিজেপিতে যোগ দিন।’

আরও পড়ুন- ‘কংগ্রেস গুজরাটিদের ভালো চায় না’, আচমকা বোধোদয় হার্দিকের

বিজেপি নেতাদের একাংশের অভিযোগ, কংগ্রেসে থেকে হার্দিক বিধানসভা নির্বাচন জিততে পারবেন না, সেটা স্পষ্ট বুঝে গিয়েছেন। সেই কারণেই তিনি বিজেপিতে যোগ দেওয়ার জন্য এত চেষ্টা করছেন। তবে, দলের কর্মীরা নির্বাচনে ওঁর জন্য নির্বাচনে কতটা খাটবেন, তা নিয়ে সন্দেহ আছে। এমনটাই মনে করছেন গুজরাতের পুরোনো বিজেপি নেতারা।

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest National news download Indian Express Bengali App.

Web Title: Hardik patel makes entry into bjp official