Advertisment

বিধ্বস্ত ইউক্রেন, দিল্লিতে রাশিয়ার সমর্থনে হিন্দু সেনার মিছিল

একঘণ্টা ধরে দেশের রাজধানীর বুকে মিছিল চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
hindu sena 1

রাশিয়ার পক্ষে কেন্দ্রীয় সরকার ভোট দিক, চায় 'সেনা'।

ইউক্রেন যুদ্ধের প্রত্যক্ষ আঁচ এবার দিল্লিতে। বিশ্বের বিভিন্ন প্রান্তে রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ইউক্রেনের পক্ষে মিছিল করছেন বিভিন্ন দেশের নাগরিকরা। যুদ্ধ বন্ধের আবেদন করছেন। এই পরিস্থিতিতে রাশিয়ার হয়ে সোচ্চার হওয়ার লোক ক্রমশই কমছে। এমনকী, খোদ রাশিয়ার রাজধানী মস্কোতেও পর্যন্ত ইউক্রেনে হামলার বিরুদ্ধে মিছিল এবং প্রতিবাদ চলেছে। ঘরে-বাইরে এমন চাপের মুখে এবার তাদের হয়ে বলার মতো সমর্থক পেল রাশিয়ার বর্তমান প্রশাসন। তা-ও সাত সমুদ্র, তেরো নদীর পারে- ভারতে।

Advertisment

রুশ প্রেসিডেন্ট পুতিনের মন ভরিয়ে দেওয়ার মতো নজির রাখল ভারতের একটি জাতীয়তাবাদী সংগঠন। রাজধানী দিল্লিতে এবার রাশিয়ার হয়ে মিছিল করল হিন্দু সেনা। রবিবার, মধ্য দিল্লির কনট প্লেসে এই মিছিল চলল প্রায় একঘণ্টা। মিছিলে অংশগ্রহণকারীদের মুখে স্লোগান ছিল, 'রাশিয়া তুম সংঘর্ষ কর, হাম তুমহারে সাথ হ্যায়। ভারত মাতা কি জয়। ভারত-রাশিয়া দোস্তি জিন্দাবাদ।'

এই ব্যাপারে হিন্দু সেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা জানিয়েছেন, 'রাষ্ট্রসংঘে ভারত তার অবস্থান স্পষ্ট করেনি। আমরা ব্যক্তিগতভাবে মনে করি, ভোটদানে বিরত থাকার চেয়ে ভারতের উচিত ছিল রাশিয়ার হয়ে ভোট দেওয়া। আর, সেই ভোট দেওয়ার দৌলতে রাশিয়ার মদতে স্বৈরাচারীদের বিরুদ্ধে আমাদের দেশের নাগরিকদের অবস্থান শক্ত করা। বর্ণবিদ্বেষী ইউক্রেন বরাবর পাকিস্তানকে সমর্থন করে এসেছে। ভারতের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে পর্যন্ত ভোট দিয়েছে। কোনও যুদ্ধই ভালো না। কিন্তু, আমাদের যদি ভালো এবং অতি ভালোর মধ্যে বেছে নিতে হয়, আমরা রাশিয়ার সমর্থনেই দাঁড়াব। কারণ, রাশিয়া বরাবর ভারতের ভালো বন্ধু হয়ে থেকেছে।'

আরও পড়ুন- সুমি থেকে ভারতীয়দের সরানোটা কেন কঠিন আর সুযোগ কেন কম

তাঁদের কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল না। পুলিশের থেকে আগাম অনুমতি নেননি হিন্দু সেনার কর্তারা। সেই কারণে, পুলিশ তাঁদের একঘণ্টার বেশি বিক্ষোভ চালাতে দিল না-বলেই জানিয়েছেন হিন্দু সেনার নেতা-কর্মীরা। এই মিছিল শুরু করার আগে হিন্দু সেনা দিল্লির এক মূর্তিতে রাশিয়ার সমর্থনে তাদের পোস্টার লাগিয়ে দেয়। নয়াদিল্লির মান্ডি হাউসে রুশ লেখক আলেকজান্ডার পুসকিনের মূর্তি আছে। তারই নীচে রাশিয়ার সমর্থনে পোস্টার লাগিয়ে দেন হিন্দু সেনার নেতা-কর্মীরা।

Read story in English

Hindu Sena Russia-Ukraine Conflict
Advertisment