Advertisment

ইন্ডিয়া গেটে 'উধাও' নেতাজির হলোগ্রাম মূর্তি, প্রতিবাদে ধর্নায় তৃণমূল সাংসদরা

'নেতাজিকে অন্ধকারে রাখবেন না' লেখা প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসলেন সৌগত-জহর-সুখেন্দুশেখররা।

author-image
IE Bangla Web Desk
New Update
Netaji Statue-TMC

'নেতাজিকে অন্ধকারে রাখবেন না' লেখা প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসলেন সৌগত-জহর-সুখেন্দুশেখররা।

গত ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে ইন্ডিয়া গেটে দেশনায়কের হলোগ্রাম মূর্তি উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু উদ্বোধনের কয়েক দিন পরেই ইন্ডিয়া গেটে নিষ্প্রদীপ হলেন নেতাজি। ইন্ডিয়া গেটে নিভল হলোগ্রাম আলো। যার জেরে প্রতিবাদে নামলেন তৃণমূল সাংসদরা। 'নেতাজিকে অন্ধকারে রাখবেন না' লেখা প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসলেন সৌগত-জহর-সুখেন্দুশেখররা।

Advertisment

বিগত কয়েকদিন ধরেই ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি নিষ্প্রদীপ রয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার লোকসভায় মূর্তি গায়েব হয়ে যাওয়ার প্রসঙ্গ তোলেন সাংসদ সৌগত রায়। এদিন সদলবলে বিষয়টি খতিয়ে দেখতে ইন্ডিয়া গেটের কাছে যান তৃণমূল সাংসদরা। সেখানে গিয়ে তাঁরা দেখেন ঠিকই, উধাও নেতাজির হলোগ্রাম মূর্তি। এর পরই তাঁরা প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসেন।

নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে ইন্ডিয়া গেটে দেশনায়কের হলোগ্রাম মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এই হলোগ্রাম মূর্তি উন্মোচন করেন রিমোট কন্ট্রোল দিয়ে। এই হলোগ্রাম মূর্তি ততদিন ইন্ডিয়া গেটে প্রজ্জ্বলিত হবে, যতদিন না নেতাজির পূর্ণাবয়ব গ্রানাইট মূর্তি সেখানে বসছে। কিন্তু জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছে হলোগ্রাম মূর্তির জন্য ব্যবহৃত প্রজেক্টরটি।

আরও পড়ুন ফের ৪২-এ-৪২ এর ডাক, কোন সমীকরণে স্বপ্ন দেখছেন তৃণমূল সুপ্রিমো মমতা?

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, প্রবল হাওয়ার বেগে গত ২৮ জানুয়ারি প্রজেক্টরটি বিকল হয়ে গিয়েছে। সেদিনই সারানো হলেও পরেরদিন ফের একই বিপত্তি ঘটে। তার পর থেকে প্রজেক্টরটি বন্ধই রয়েছে। ফলে ইন্ডিয়া গেটে দেখা যাচ্ছে না নেতাজির হলোগ্রাম মূর্তি। এদিন সাংসদ সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, জহর সরকার, শান্তা ছেত্রী, মৌসম বেনজির নূর, নাদিমুল হকরা ধর্নায় বসেন। হাতে প্ল্যাকার্ডে লেখা, 'নেতাজিকে অন্ধকারে রাখবেন না।'

tmc Netaji Subhash Chandra Bose India Gate
Advertisment