আগামী বছর তেলেঙ্গানায় বিধানসভা ভোট। এখন থেকেই দক্ষিণী রাজ্যে আনাগোনা বাড়িয়েছেন। তুলোধনা করছেন সে রাজ্যের শাসক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিকে। পরিবারবাদ ও কুসংস্কারী বলে দেগে দিচ্ছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে। দাবি করছেন, তেলেঙ্গানায় এবার পদ্ম ফুটবেই।
বিজেপির পরিচ্ছন্ন ও স্পষ্ট ভাবমূর্তির কথা এ দিন তুলে ধরেছেন মোদী। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং বিরোধীদের কটাক্ষ করে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন যে, প্রতিদিন তাঁকে দুই থেকে তিন কেজি করে গালাগাল কেতে হয়। তবে সেই গালাগাল তাঁর শরীরে কোনও বিরূপ প্রভাব ফেলে না, উল্টে তা পুষ্টিতে রূপান্তরিত করে।
জনসভায় এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, 'অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে প্রবল পরিশ্রমের পরেও কেন আমি ক্লান্ত হই না? তাঁদের বলি, আমি ক্লান্ত হই না, কারণ প্রতিদিন ২ থেকে ৩ কিলো করে গালাগাল দেওয়া হয় আমাকে। ঈশ্বরের আশীর্বাদে সেইগুলোই আমার শরীরে পুষ্টির উৎস।'
টিআরএস ও বিরোদীদের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, 'মোদীকে, বিজেপিকে হেনস্তা করুন, কিন্তু তেলেঙ্গানার মানুষকে হেনস্তা করলে তার মূল্য চোকাতে হবে আপনাদের।' শনিবাসরীয় ভাষণে তেলেঙ্গানার বিজেপি নেতা, কর্মীদের উদ্বুদ্ধ করেন মোদী। পদ্ম নেতাদের প্রতিপক্ষের ফাঁদে পা দিতে বারণ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর পরামর্শ, 'হতাশা থেকে, কিছু লোক প্রতিদিন মোদীকে গালাগাল দিচ্ছে। তবে চিন্তিত হওয়ার দরকার নেই। চায়ের আড্ডায় সেই গালাগাল নিয়ে হাসুন। পদ্ম ফুটতে চলেছে এই দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। যাঁরা গালাগাল করছেন তাঁদের আর কোনও কাজ নেই।'
নাম উচ্চারণ না করলেও এ দিন মোদীর নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী কেসিআর। টিআরএস প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও বংশবাদী রাজনীতির অভিযোগ তোলেন। বলেন, 'রাষ্ট্রের প্রয়োজনে জনগণ আগে, পরিবার নয়।'
রাজ্যবাসীর সঙ্গে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি প্রতারণা করেছে বলেও অভইযোগ প্রধানমন্ত্রীর। তেলেঙ্গানা সরকারের বিরুদ্ধে রাজ্যে কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলিকে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার অভিযোগ করেছেন। কেসিআর-এর "কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস" সম্পর্কেও সরব ছিলেন মোদী। বলেন, 'তেলেঙ্গানা তথ্য প্রযুক্তির একটি কেন্দ্র। কিন্তু আধুনিক এই শহরে কুসংস্কার প্রচার করা হচ্ছে, যা খুবই দুঃখজনক। তেলেঙ্গানাকে যদি পশ্চাৎপদতা থেকে অগ্রসরগামী করতে হয়, তাহলে আগে এখান থেকে কুসংস্কার দূর করতে হবে।'
শুক্রবার, তেলেঙ্গানার বেগমপেট বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী মোদী তেলেঙ্গানার শাসক দল টিআরএসকে রাজ্যের ধীর অগ্রগতির জন্য দায়ী করেছিলেন। তাঁর দাবি, 'সাম্প্রতিক সময়ে, যেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে বিজেপি হেরেছে। তবে বার্তা স্পষ্ট যে, সূর্যোদয় খুব বেশি দূরে নেই। অন্ধকার দূর হবে। তেলেঙ্গানার সর্বত্র পদ্ম ফুটবে।'
জুলাই মাসে বিজেপির জাতীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠক এবং সাম্প্রতিক মুনুগোদে বিধানসভা উপ-নির্বাচনে দলের পরাজয়ের পর তেলেঙ্গানাই এটাই প্রধানমন্ত্রী মোদীর প্রথম সফর। গত দিন, প্রধানমন্ত্রী মোদী অন্ধ্র প্রদেশে ছিলেন, যেখানে তিনি বিশাখাপত্তনমে একাধিক পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধন করেছিলেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে, ছয় লেনের গ্রীনফিল্ড রায়পুর-বিশাখাপত্তনম অর্থনৈতিক করিডোর। অন্ধ্রে, প্রধানমন্ত্রী মোদী বিশাখাপত্তনমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের নতুন গ্রিন ক্যাম্পাসের প্রথম ধাপ এবং এইচপিসিএল-র পেট্রোলিয়াম শোধনাগারের সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য ২৬ হাজার কোটি টাকার প্রকল্পেরও উদ্বোধন করেন।