Advertisment

জুলাইয়ের পর থেকে দেশে প্রথমবার কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, হ্রাস মৃতের সংখ্যাতেও

গত ১০ জুলাইয়ের পর থেকে সবথেকে নিম্নতম করোনা সংক্রমণের হার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

খানিক হলেও স্বস্তি। কমল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে মৃত্যুর হারও অনেকটাই কম। মঙ্গলবার দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা ৮৭ লক্ষ পেরলেও দৈনিক সংক্রমণের মাত্রা কিন্তু একধাক্কায় নেমে এসেছে সাড়ে ২৬ হাজারে। যা কিনা গত ১০ জুলাইয়ের পর থেকে সবথেকে নিম্নতম। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও নেমেছে চারশোর নিচে। একদিনে ৩৮৫ জনের মৃত্যু হয়েছে।

Advertisment

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৫৬৭ জন। যা সোমবারের তুলনায় অনেকটাই কম। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৭ লক্ষ। যার মধ্যে সুস্থতার হার ৯১.৭৮ লক্ষ। এদিন দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৯৫৮ জন। এই সংখ্যাটাই খানিকটা স্বাস্থ্য মন্ত্রকের কপালে ভাঁজ ফেলে দিয়েছে।

তবে স্বস্তির খবরও রয়েছে। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৯১ লক্ষ ৭৮ হাজার ৯৪৬ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লক্ষ ৮৩ হাজার ৮৬৬ জন। প্রসঙ্গত, শীতকালীন আবহাওয়ায় করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তবে সেই আশঙ্কা ক্রমশই ভুল প্রমাণিত হচ্ছে। ভারত যে প্রায় প্রতিদিনই করোনার বিরুদ্ধে লড়াইয়ে ধাপে ধাপে এগোচ্ছে, মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান তো অন্তত এমনটাই বলছে।

COVID-19
Advertisment