Advertisment

একদিনে ফের করোনায় কাবু ৩৬,৫৭১, সুস্থতার হার বেড়ে ৯৭.৫২ শতাংশ

কেরল ও মহারাষ্ট্রের সংক্রমণ পরিস্থিতি এখনও ঘোর উদ্বেগে রেখেছে কেন্দ্রকে৷

author-image
IE Bangla Web Desk
New Update
India records 22,43India reports 14,348 new COVID19 cases 29 october 2021ber, 2021

সংক্রমণ কমলেও করোনায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় বাড়ছে উদ্বেগ।

করোনা হানা অব্যাহত দেশে৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩৬ হাজার ৫৭১ জন৷ একদিনে দেশে করোনার বলি আরও ৫৪০৷ দেশে করোনায় সুস্থতার হার বেড়ে ৯৭.৫২ শতাংশ৷ তবে দেশের মধ্যে করোনা এখনও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে রেখেছে দক্ষিণের রাজ্য কেরলে৷ একদিনে কেরলে করোনায় মৃত্যু হয়েছে ১৯৭ জনের৷ একই অবস্থা মহারাষ্ট্রেও৷ উদ্ধব ঠাকরের রাজ্যেও গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৫৮ জনের৷

Advertisment

করোনার দ্বিতীয় ধাক্কা দেশে বিদায়ের পথ ধরেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ তবে সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা সর্বত্র৷ এই আবহে দেশে করোনার টিকাকরণ আরও জোরদার করতে তৎপরতা নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ড্যভিয়া জানিয়েছেন, শীঘ্রই শিশুদের জন্য করোনার টিকাকরণ শুরু হয়ে যেতে পারে৷ সব কিছু ঠিকঠাক চললে আগামী মাসেই এব্যাপারে স্পষ্ট ঘোষণা করে দিতে পারে কেন্দ্রীয় সরকার৷ করোনার সংক্রমণ রুখতে প্রতিটি দেশবাসীকে টিকা দিতে বদ্ধ পরিকর কেন্দ্র, এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷

আরও পড়ুন- প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য

রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মাত্র ২৫ জন নতুন সংক্রমিতের হদিশ মিলেছে৷ ২০২০ সালের ১৫ এপ্রিলের পর এটাই দিল্লির সর্বনিম্ন সংক্রমণ৷ শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৫৭১ জন৷ গতকালের থেকে এই পরিসংখ্যান সামান্য বেশি। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৩ লক্ষের কাছাকাছি। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৩ হাজার ৫৮৯ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫ জন।

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

COVID-19 Corona India Vaccination
Advertisment