করোনা হানা অব্যাহত দেশে৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩৬ হাজার ৫৭১ জন৷ একদিনে দেশে করোনার বলি আরও ৫৪০৷ দেশে করোনায় সুস্থতার হার বেড়ে ৯৭.৫২ শতাংশ৷ তবে দেশের মধ্যে করোনা এখনও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে রেখেছে দক্ষিণের রাজ্য কেরলে৷ একদিনে কেরলে করোনায় মৃত্যু হয়েছে ১৯৭ জনের৷ একই অবস্থা মহারাষ্ট্রেও৷ উদ্ধব ঠাকরের রাজ্যেও গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৫৮ জনের৷
করোনার দ্বিতীয় ধাক্কা দেশে বিদায়ের পথ ধরেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ তবে সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা সর্বত্র৷ এই আবহে দেশে করোনার টিকাকরণ আরও জোরদার করতে তৎপরতা নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ড্যভিয়া জানিয়েছেন, শীঘ্রই শিশুদের জন্য করোনার টিকাকরণ শুরু হয়ে যেতে পারে৷ সব কিছু ঠিকঠাক চললে আগামী মাসেই এব্যাপারে স্পষ্ট ঘোষণা করে দিতে পারে কেন্দ্রীয় সরকার৷ করোনার সংক্রমণ রুখতে প্রতিটি দেশবাসীকে টিকা দিতে বদ্ধ পরিকর কেন্দ্র, এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷
আরও পড়ুন- প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য
রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মাত্র ২৫ জন নতুন সংক্রমিতের হদিশ মিলেছে৷ ২০২০ সালের ১৫ এপ্রিলের পর এটাই দিল্লির সর্বনিম্ন সংক্রমণ৷ শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৫৭১ জন৷ গতকালের থেকে এই পরিসংখ্যান সামান্য বেশি। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৩ লক্ষের কাছাকাছি। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৩ হাজার ৫৮৯ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫ জন।
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন