Advertisment

দেশের কোভিড-গ্রাফে স্বস্তি, চিন্তা বাড়াচ্ছে দুই রাজ্যের সংক্রমণ পরিস্থিতি

গত তিন সপ্তাহ ধরে দেশের করোনা পজিটিভিটি রেট ৩ শতাংশের নীচে রয়েছে৷

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal govt decides to gives corona vaccine at home

বাড়ি-বাড়ি ঘুরে টিকাকরণের উদ্যোগ রাজ্যের।

দেশে করোনার দৈনিক সংক্রমণ প্রতিদিন ওঠানামা করছে৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন৷ একদিনে দেশে করোনার বলি ৪১৭৷ কেরল, মহারাষ্ট্রের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক৷ একদিনে নতুন করে কেরলে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৮ হাজার ৫৮২ জন৷ মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় কাবু ৪ হাজার ৭৯৭ জন৷

Advertisment

করোনার দ্বিতীয় ধাক্কা বিদায়ের পথ ধরলেও এখনও দেশের কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগে রেখেছে কেন্দ্রীয় সরকারকে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনায় সংক্রমিত হয়েছেন প্রায় ৩৩ হাজার মানুষ৷ একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও ৪১৭ জনের৷ গত ২৪ ঘণ্টায় গোটা দেশের মোট ৩৩ হাজার নতুন সংক্রমিতের মধ্যে ২৩ হাজারেরও বেশি মানুষ কেরল ও মহারাষ্ট্রের বাসিন্দা৷ একদিন কেরলে সংক্রমিত ১৮ হাজার ৫৮২ জন, মৃত্যু হয়েছে ১০২ জনের৷ একইভাবে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে সংক্রমিত ৪ হাজার ৭৯৭ জন, মৃত্যু ১৩০ জনের৷

আরও পড়ুন- সোনিয়া গান্ধীকে চিঠি, দল ছাড়লেন প্রাক্তন সাংসদ

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, সোমবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩ কোটি ২২ লক্ষ ২৫ হাজার ৫১৩ জন৷ এখনও পর্যন্ত মারণ করোনা প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩১ হাজার ৬৪২ জনের৷ তবে ইতিমধ্যেই ৩ কোটি ১৪ লক্ষ ১১ হাজার ৯২৪ জন করোনামুক্ত হয়েছেন৷ এই মুহূর্তে দেশে দেশে করোনা পজিটিভিটি রেট ২.৭৯ শতাংশ৷ গত তিন সপ্তাহ ধরে দেশের করোনা পজিটিভিটি রেট ৩ শতাংশের নীচে রয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশের ৫৪ কোটি ৫৮ লক্ষ মানুষ করোনার টিকা পেয়েছেন৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus Coronavirus Pandemic health Ministry
Advertisment