বেজে গেল অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের ডঙ্কা। এখনও বাকি দু'বছর। বিজেপি ভালো ফলের আশা করছে। একথা জানতে পেরেই রণডঙ্কা বাজিয়ে দিলেন জগনমোহন রেড্ডি। শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের কর্ণধার জানিয়েছেন, যাঁরা ভালো কাজ করবেন, তাঁরাই বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন। গতবার তাঁর দল ১৫০টি আসন পেয়েছিল। এবার আরও বেশি, ১৫১টি আসন চাই বলেই দলের নেতা-কর্মীদের জানিয়েছেন জগনমোহন। তাঁর এই বক্তব্যের পর রীতিমতো উজ্জ্বীবিত ওয়াইএসআর কগ্রেসের নেতা-কর্মীরা। তাঁদের একজন বলেন, 'মুখ্যমন্ত্রী দলের প্রত্যেক বিধায়ককে ভোটের সময়ের মত কাজে মন দিতে বলেছেন। এমনকী, নতুন শপথ নেওয়া মন্ত্রীদেরকেও নিজেদের প্রমাণ করার জন্য বেশি সময় দেওয়া হয়নি।'
অন্ধ্রপ্রদেশ বিধানসভায় মোট আসনসংখ্যা ১৭৫। বুধবার এক বৈঠকে দলের বিধায়কদের তিনি জানান, বিধায়কদের কাজের ওপর ভিত্তি করে গ্রেড দেওয়া হবে। সেই অনুযায়ী দেওয়া হবে বিধানসভা নির্বাচনের টিকিট। মে থেকে নয় মাস ধরে চলবে এক জনসংযোগ কর্মসূচি। যেখানে কর্মসূচিতে জনগণকে সরকারি প্রকল্পের ব্যাখ্যা করতে হবে। ওয়াইএসআর কংগ্রেস পার্টির সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণকে বিস্তারিত জানাতে হবে। বিধায়কদের প্রতিমাসে কমপক্ষে ১০টি গ্রাম বা ওয়ার্ড পরিদর্শন করতে হবে। দুই দিন সেখানকার ওয়ার্ড অফিস বা গ্রাম অফিসের কাজ পর্যবেক্ষণ করতে হবে। কাজ কীরকম চলছে, সেই ব্যাপারে জনগণের প্রতিক্রিয়া বিধায়কদের জেনে নিতে হবে।
আরও পড়ুন- ছাত্রীদের হস্টেলের ইফতারে উপাচার্য, প্রতিবাদ আছড়ে পড়ল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে
জগন তাঁর নেতা-কর্মীদের জানিয়ে দিয়েছেন, এই ১৫১ পাওয়াটা বিরাট কোনও অসুবিধার হবে না। কারণ, তাঁর নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকার নির্বাচনী প্রতিশ্রুতির ৯৫ শতাংশ পূরণ করে ফেলেছে। প্রশাসনে কোনওরকম দুর্নীতি হতে দেয়নি। কৃষকদের অ্যাকাউন্টে ১.৩৭ লক্ষ কোটি টাকা সরাসরি পৌঁছে গিয়েছে। গরিবকল্যাণ যোজনায় দুঃস্থদের বাড়ি দেওয়ার কথা ছিল। সেই প্রতিশ্রুতিও পূরণ করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। এমনটাই দাবি জগনের। শুধু বলাই নয়। বৃহস্পতিবার তিনি বিশাখাপত্তনম এবং আনাকপল্লি জেলা সফরে যান। সেখানেও বহু গরিব গৃহহীনের হাতে সরকারি আবাস যোজনায় তৈরি বাড়ির কাগজপত্র তুলে দেন।
Read story in English