জেডিইউ-এর জাতীয় সম্পাদক কেসি ত্যাগীর ছেলে অমরীশ বিজেপিতে যোগ দিয়েছেন। লখনউতে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা, দলের যোগদান কমিটির প্রধান লক্ষ্মীকান্ত বাজপেয়ী ও বিজেপির রাজ্য সহ-সভাপতি দয়া শঙ্কার সিংয়ের উপস্থিতিতে অমরীশ ত্যাগী পদ্ম শিবিরে যোগদান করেন।
এচাড়াও রবিবার একই মঞ্চে বিজেপি নাম লিখিয়েছেন সমাজবাদী ওবহুজন সমাজবাদী দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের বহু বিশিষ্টরা। জাতীয়তাবাদী রাজনীতিতে গেরুয়া দলের নীতির প্রতি অকর্ষণ থেকেই তাঁদের বিজেপিতে যোগদান বলে দাবি করেছেন অন্য দল থেকে সদ্য যোগদানকারী নেতা, কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী বছর উত্তরপ্রদেশের ভোট। তার আগে ঘর গুছোতে শুরু করল যোগী বাহিনী।
কেন বাবার দল জেডিইউ-তে না গিয়ে বিজেপিতে যোগ দিলেন অমরীশ? জবাবে কেসি ত্যাগীর পুত্র বলেন, 'নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে আমার। আমি রাজনীতিতে নাম লেখানোর পরিকল্পনা করেছিলাম ও ভেভেছিলাম এনডিএ-র হয়ে কাজ করব। আমার বাবার দল গত ২০ বছর ধরে এনডিএ-র শরিক। আমি যদি ওই দলে যোগ দিতাম তাহলে পরিবারতন্ত্রের রাজনীতির অভিযোগ উঠতো। তাই আমি বিশ্বের সর্ববৃহৎ সংগঠন বিজেপিতে যোগ দিলাম।'
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়াই করতে দেখা যাবে অমরীশকে ত্যাগীকে? সদ্য বিজেপিতে যোগদানকারী বলেন, 'আমি শূন্য থেকে শুরু করতে চাই। আমাকে দল যে দায়িত্ব দেবে, আমি একজন কর্মী হিসাবে তা পালন করবো।'
অমরীশ ত্যাগীর কথায়, 'বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত সম্পূর্ণ আমার ব্যক্তিগত। বাবাকে জানিয়েছিলাম। রাজনীতি হোক বা বাড়ি, উনি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। ফলে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি।'
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শরিক হলেও নানা ইস্যুতে বিজেপিতে বেগ দেয় বিহারের জেডিইউ। এবার নীতীশ কুমারের দলের শীর্ষ নেতার ছেলেকে দলে নিয়ে উত্তরপ্রদেশ ভোটের আগে পাল্টা বার্তা দেওয়ার চেষ্টায় গেরুয়া নেতৃত্ব।
Read in English
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন