scorecardresearch

বড় খবর

‘নামেই সভাপতি, সকলেই জানেন রিমোট কাদের হাতে’, খাড়গেকে তুলোধনা মোদীর

নাম না করেই প্রধানমন্ত্রীর নিশানায় সনিয়া-রাহুল।

Kharge only namesake president says PM Modi takes dig at Congress , 'নামেই সভাপতি, সকলেই জানেন রিমোট কাদের হাতে', খাড়গেকে তুলোধনা মোদীর
মল্লিকার্জুন খাড়গে, নরেন্দ্র মোদী।

চলতি বছরই কর্ণাটকে ভোট। বিজেপির নজরে দক্ষিণের এই রাজ্য। শুরু হয়েছে প্রধানমন্ত্রীর ঘনঘন সে রাজ্যে যাওয়া। করছেন একের পর এক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপণ বা উদ্বোধন। সোমবারই কর্ণাটকের বেলাগাভিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই ১৬.৮০০ কোটি টাকারও বেশি মূল্যের PM-KISAN-এর ত্রয়োদশতম কিস্তি প্রকাশ করেন। পাশাপাশি, তুলোধনা করেন কংগ্রেসকে। মোদীর নিশানা থেকে ছাড় পাননি দেশের শতাব্দী প্রাচীন দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।

রাজনীতিতে পরিবারবাদের বিরুদ্ধে এদিন সোচ্চার ছিলেন প্রধানমন্ত্রী। সেই সূত্রেই তাঁর দাবি, খাড়গে নামেই কংগ্রেসের সভাপতি। কিন্তু সকলেই জানেন দলের নিয়ন্ত্রণ কাদের হাতে রয়েছে। নরেন্দ্র মোদীর কথায়, ‘খাড়গে আমার কাছে সম্মানীয়, উনি ওনার সাধ্য মত করে জনগণের সেবা করেছেন। কিন্তু রায়পুরে সদ্য সমাপ্ত কংগ্রেসের ৮৫তম প্লেনারিতে খাড়গেকে কেমন করে একটি পরিবার হেনস্থা ও অসম্মান করেছে তা দেখে আমি হতাশ হয়েছি।’

মোদি কর্ণাটকের জনগণকে কংগ্রেসের মতো দলগুলির বিষয়ে সতর্ক হওয়ার আর্জি জানিয়েছেন। প্রধামন্ত্রী বলেন, ‘কংগ্রেস মনে করে যতক্ষণ মোদী বেঁচে থাকবেন ততক্ষণ তাদের উদ্দেশ্যপূরণ হবে না। সেই কারণেই কংগ্রেসের অনেকে বলেছেন, বলছে মোদী মরে যাও। কেউ কেউ আবার বলছেন, মোদী তোমার কবর খোঁড়া হচ্ছে। কিন্তু দেশ বলছে মোদী পদ্ম ফুটবে।’

Stay updated with the latest news headlines and all the latest National news download Indian Express Bengali App.

Web Title: Kharge only namesake president says pm modi takes dig at congress