Advertisment

'লিডার নই-আমি ক্যাডার', সোনিয়াকে বার্তা মমতার

'রাহুল গান্ধীর উপস্থিতিতে সোনিয়াজির সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে। বিরোধীদের ঐক্য হওয়াটা খুবই জরুরি।'

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee meets Sonia Gandhi in New Delhi

সোনিয়া গান্ধীর বাড়িতে গেলেন মমতা

২০২৪-এর লক্ষ্যে জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের সলতে পাকাতে দিল্লি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকে তাঁর বাড়িতে চা চক্রে যোগ দেন মমতা। ছিলেন রাহুল গান্ধীও। বৈঠক শেষে তৃণমূল নেত্রী বলেন, 'রাহুল গান্ধীর উপস্থিতিতে সোনিয়াজির সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে। বিরোধীদের ঐক্য হওয়াটা খুবই জরুরি। বিরোধী জোট নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পেগাসাস ইস্যু নিয়েও কথা বলেছি।'

Advertisment

এই পরিস্থিতি বড় হয়ে উঠেছে বিরোধী শিবিরের নেতৃত্বের বিষয়টি। কে হবেন বিরোধী মুখ? এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, 'আমি জ্যোতিষী নই। এটা পরিস্থিতির উপর নির্ভর করছে। অন্য কেউ জোটের নেতৃত্ব দিলে আমার কোনও আপত্তি নেই। আমি নেতা নয়, ক্যাডার হয়েই কাজ করে যাব।'

মোদীর প্রচার-ক্যারিশ্মা রুখে বাংলায় জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। যা মমতা বন্দ্যোপাদ্যায়ের একক সাফল্য হিসাবেই তুলে ধরছে তৃণমূল। তাই দেশব্যাপী মোদী বিরোধী মুখ হিসাবে মমতাকেই তুলে ধরতে তৎপর জোড়া-ফুল শিবির। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে 'দিদি'কেই চাই বলে সরব বাংলার সাসক দল। বুধবার দলীয় সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকের মমতাকেই পরবর্তী প্রধানমন্ত্রী চাই বলে ঘোষণা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরই মমতা এদিন ১০, জনপথে সোনিয়া গান্ধীর বাড়িতে যান।

বিরোধীজোটের দৌত্যে মঙ্গলবার কংগ্রেসের দুই নেতা কমল নাথ ও আনন্দ শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। এদিন ১০ জনপথে সোনিয়া-রাহুলের সঙ্গে মমতার বৈঠকের পর কী একুশের বিজেপি বিরোধী জোটে মৌখিক সিলমোহর পড়ে গেল? কমল কংগ্রেস-তৃণমূল দূীরত্বয তৃণমূল নেত্রীর কথায়, 'আশা করি সোনিয়াজির সঙ্গে বৈঠকের ফল সদর্থক হবে।'

আরও পড়ুন- সুখেন্দু শেখরের বাড়িতে টিএমসির সংসদীয় বৈঠকে মমতা, ‘সৌজন্য সাক্ষাৎ’, মন্তব্য সৌগতর

চলতি বাদল অধিবেশনে পেগাসাস, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ ইস্যুতে কংগ্রেসের সঙ্গে সুর মেলাতে দলীয় সাংসদদের কি পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী? এই প্রশ্নের জবাব মেলেনি। তবে বৈঠক শেষে বেরিয়ে সৌগত রায় বলেছেন, ‘এটা নিছক সৌজন্য সাক্ষাৎ।’ তৃণমূল সূত্রে খবর, এদিন সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee sonia gandhi
Advertisment