Advertisment

'বাংলা মডেল'ই বাজি, ভোটমুখী মেঘালয়ে কী বললেন মমতা?

কী কী প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjees speech in meghalaya, 'বাংলা মডেল'ই বাজি, ভোটমুখী মেঘালয়ে কী বললেন মমতা?

মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের বাইরে রাজ্য দখলে 'বাংলা মডেল'কেই তরুপের তাস করছে তৃণমূল। বুধবার তুরাতে মেঘালয়ে জনসভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাংলার উন্নয়ের খতিয়ান পেশ করেন তিনি। ভোটমুখী মেঘের দেশে তাঁর প্রতিশ্রুতি, মেঘালয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে বাংলায় যেসব উন্নয়ন প্রকল্প চালু আছে সেগুলোর সূচনা হবে।

Advertisment

একনজরে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

  • 'প্রথমেই আমি মেঘালয়কে স্যালুট করতে চাই তার গৌরবের জন্য। পরের বার আমি এখানে আসব এবং আপনাদের স্থানীয় ভাষা শিখব।'
  • 'আপনারা নিশ্চয় রাজনৈতিকভাবে ক্ষুদার্থ। আপনারা যদি বর্তমানের দুর্নীতিগ্রস্ত সরকার পরিবর্তন করতে চান তাহলে তৃণমূলই কেবলমাত্র বিকল্প। আর কোনও বিকল্প রাজনৈতিক দল নেই'
  • 'ছাত্রজীবন থেকেই আমার জীবনে প্রথমে বামপন্থীদের বিরুদ্ধে লড়েছিলাম। তখন আমি কংগ্রেসে ছিলাম। কিন্তু কংগ্রেস আমাকে সেই সুরক্ষা দিতে পারেনি। আমার ভাই ও বোনেরা আপানারা কল্পনা করতে পারবেন না আমার উপর কীভাবে অত্যাচার করা হত। সিপিএমের মারে আমার সম্পূর্ণ শরীর নষ্ট হয়ে গিয়েছে। তবুও আমি এইসব নোংরা বা দুষ্টু মানুষের কাছে মাথা নত করিনি।'
  • 'রাজনীতি আমার পেশা নয়। এটা আমার নেশা। আমার মনে হয়েছে জনসাধারণের সেবা করা উচিত রাজনীতির আঙিনায় থেকে। তাই এখন কোথাও আগুন লাগলে, দুর্ঘটনা ঘটলে সরকারে থেকেই আমরা সাহায্য করতে পারি। কেউ মারা গেলে পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারি। আমরা প্রতি বছর কৃষকদের ১০ হাজার টাকা করে দিই।'
  • 'বাংলায় ১০ কোটি মানুষের মধ্যে ৯.৫ কোটি সাধারণ মানুষদেরই বিনামূল্যে রেশন দিই। এমনকী তাঁদের দুয়ারে পৌঁছে যাচ্ছে সেগুলি। আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও দিই। দিল্লি, অসমে কত খরচ। কলকাতায় আসুন। আমরা বিনামূল্যে পরিষেবা দেব।'
  • '৬০ হাজার শিশুকে আমরা বিনামূল্যে হার্টের অপরাশেন করিয়েছি। প্রসবের সময় বহু মা মারা যান। তাঁদের সন্তানদের জন্যও মিল্ক ব্যাঙ্ক রয়েছে। পড়ুয়াদের ১০ লক্ষ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড দিই।'
  • 'আলিপুরদুয়ারের হাসিমারা থেকে আমি এখানে হেলিকপ্টারে এসেছি। তাতে ৪৫ মিনিট সময় লেগেছে। অসম থেকে এলেও ৪৫ মিনিটই সময় লাগত। তাই এই সুবিধার জন্য বাংলার সঙ্গে মেঘালয়ের সরাসরি গেটওয়ে তৈরি করা উচিত। উত্তর-পূর্ব অঞ্চলের জন্য গেটওয়ে হল কলকাতা।'
  • 'মেঘালয়ে ৫ বছর ধরে এনডিএ সরকার কী করেছে সরকার। রিপোর্ট কার্ড কোথায়? আমরা তাঁদের চ্যালেঞ্জ জানাচ্ছি আগে রিপোর্ট কার্ড দেখান। তারপর সব কথা বলবেন।'
Meghalaya abhishek banerjee Mamata Banerjee tmc
Advertisment