Advertisment

মণিপুরের সবচেয়ে ধনী প্রার্থী, মুখ্যমন্ত্রীর চেয়ে পাঁচ গুণ বেশি সম্পত্তি জামাইয়ের

রয়েছে দামি গাড়ি-বাইক, শটগান-পিস্তলও।

author-image
IE Bangla Web Desk
New Update
N Biren Singh

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

মুখ্যমন্ত্রীর থেকেও দড় তাঁর জামাই। সম্পত্তি ছাড়িয়ে গেল শ্বশুরমশাইকেও। মণিপুরের এবারের নির্বাচনে সবচেয়ে ধনী প্রার্থী হলেন মুখ্য়মন্ত্রী এন বীরেন সিংয়ের জামাই আর কে ইমো সিং। সাগোলবান্দ আসন থেকে তিনি বিজেপির টিকিটে লড়ছেন। নির্বাচনী হলফনামায় তিনি জানিয়েছেন, প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর থেকে পাঁচ গুণ বেশি।

Advertisment

ইমো-ই হলেন মণিপুরের সবচেয়ে ধনী প্রার্থী। মুখ্যমন্ত্রীর যেখানে সম্পত্তি এক কোটির একটু বেশি। সেখানে তাঁর জামাইয়ের সম্পত্তির পরিমাণ পাঁচ কোটিরও বেশি। প্রায় এক কোটির বেশি স্থাবর সম্পত্তি, সাতটি ব্যাঙ্কে ৩৭ লক্ষ টাকা জমা, হাতে নগদ ২ লক্ষের মতো। রয়েছে সাড়ে ১৮ লক্ষ টাকা দামের হার্লে-ডেভিডসন বাইকও। শটগান-পিস্তলও রয়েছে তাঁর কাছে।

বীরেন সিংয়ের বড় মেয়ে তথা ইমোর স্ত্রী অঞ্জুবালা লংথাংবামেরই সম্পত্তির পরিমাণ প্রায় ২.১৩ কোটি টাকা। ইমোর বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ রয়েছে ৪৫ লক্ষ টাকার মতো। যদিও মুখ্যমন্ত্রীর জামাইয়ের নামে কোও ফৌজদারি মামলা নেই। কোনওদিন মামলার সম্মুখীন হননি। হলফনামা অনুযায়ী, ইমোর আয়ের উৎস হল বিধায়ক বেতন এবং ফিক্সড ডিপোজিট সুদ।

আরও পড়ুন মুখ বদলাল না কংগ্রেস, পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে চান্নিতেই আস্থা রাহুলের

ইমো সিং হলেন রাজকুমার জয়চন্দ্র সিংয়ের বড় ছেলে। জয়চন্দ্র রাজীব গান্ধি মন্ত্রিসভার সদস্য ছিলেন। মণিপুর থেকে প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি। দলবিরোধী কাজের অভিযোগে মণিপুর কংগ্রেস তাঁকে গত বছর বহিষ্কার করে। তার পর তিনি বিজেপিতে যোগ দেন।

Manipur Poll 2022 N Biren Singh bjp
Advertisment