Advertisment

রাহুলকে পাল্টা নিশানা মায়াবতীর, বললেন- 'নিজের ঘর সামলাতে ব্যর্থ হয়েই...'

শনিবারই রাহুল দাবি করেছিলেন যে, উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে জোট করার চেষ্টা করা হয়েছিল। মায়াবতীকে বার্তা দেওয়া হলেও তিনি রাজি হননি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mayawatis comment on Rahul Gandhis alliance claims

রাহুল গান্ধী, মায়াবতী

রাহুল গান্ধীর দাবি ওড়ালেন বহুজন সমাজবাদী নেত্রী ময়াবতী। সাফ জানালেন, নিজের ঘর সামলাতে ব্যর্থ হয়েই এখন অন্যের ঘাড়ে হারের দায় চাপাচ্ছেন কংগ্রেসের 'যুবরাজ'। শনিবারই রাহুল দাবি করেন যে, উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে জোট করার চেষ্টা করা হয়েছিল। পার্টির নেত্রী মায়াবতীকে সেকথা জানানোও হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। কেন্দ্রীয় তদন্তের চাপেই মায়াবতীয় ওই সিদ্ধান্ত ছিল বলে িঙ্গিত করেছিলেন রাহুল।

Advertisment

রাহুল গান্ধীকে নিশানা করে রবিবার মায়াবতী বলেছেন যে, 'কংগ্রেস নিজের ঘর সংশোধন করতে পারে না, সংগঠনকে শৃঙ্খলাবদ্ধ করতেব্যর্থ। কিন্তু আমাদের বিষয়ে অনুপ্রবেশ করছে। কংগ্রেস এবং রাহুল গান্ধীর বিএসপি সম্পর্কে মন্তব্য করার আগে একশবার ভাবা উচিত।'

এখানেই শেষ নয়। ওয়ানাড়ের সাংসদকে কটাক্ষ করতে গিয়ে মায়াবতী বলেছেন যে, 'আমরা এমন দল নই, যেখানে রাহুল গান্ধীর মতো কেউ সংসদে প্রধানমন্ত্রীকে জোর করে জড়িয়ে ধরেন।'

একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে কংগ্রেস নেতা রাহুল বলেছিলেন যে বলেন: 'আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মায়াবতী নির্বাচনে লড়েননি। আমরা মায়াবতীকে বার্তা দিয়েছিলাম, আসুন জোট করি, আপনি মুখ্যমন্ত্রী হন। এরপর আর মায়াবতী আর কোনও কথা বললেন না। কাঁশি রামজির মতো যাঁরা আমি তাঁদের অনেক সম্মান করি। ওঁরা উত্তরপ্রদেশের দলিত কণ্ঠকে জাগ্রত করতে রক্ত ​​ও ঘাম ঝরিয়েছে। এটা অন্য বিষয় যে তাতে কংগ্রেস ক্ষতিগ্রস্থ হয়েছিল। কিন্তু আজ মায়াবতী বলছেন তিনি দলিতদের জন্য লড়বেন না।'

রাহুল গান্ধীর অভিযোগ প্রসঙ্গে মায়াবতী বলেছেন, 'আমাদের জোট সম্পর্কে জিজ্ঞাসা করেছিল এবং আমাকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দিয়েছিল। আমি সাড়া দিনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য দলিত এবং বিএসপির প্রতি তার নিকৃষ্ট অনুভূতি এবং দৈন্যতার প্রকাশ।'

চিনের রাজনৈতিক ব্যবস্থার উদাহরণ টেনে মায়াবতী বলেছেন যে, 'ভারত শীঘ্রই একটি একক প্রভাবশালী দল ম্য়ন্ত্রণ শাসন ব্যবস্থায় পরিণত হবে। কোনও বিরোধী থাকবে না। বিজেপি এবং আরএসএস ভারতকে শুধু কংগ্রেস-মুক্ত নয়, বিরোধী-মুক্ত করে তুলছে। চিনের রাজনৈতিক ব্যবস্থার মতো এ দেশেও কেন্দ্র থেকে গ্রাম পর্যায় পর্যন্ত কেবল একটি প্রভাবশালী দল শাসন ব্যবস্থায় থাকবে।'

সদ্য সংগঠিত উত্তরপ্রদেশ ভোটে বিএসপি শুধুমাত্র একটি আসনে জয় পয়েছে। তাদের প্রাপ্ত ভোটর পরিমান ১২.৮ শতাংশ। কংগ্রেসও ধরাশায়ী হয়েছে। মোট ৪০৩ আসনের মধ্যে দেশের শতাব্দী প্রাচীন দলটি পেয়েছে মাত্রা একটি আসন।

Read in English

CONGRESS rahul gandhi Mayawati BSP Uttarakhand Poll 2022
Advertisment