scorecardresearch

Abhishek Banerjee Assam Visit: ফারাক অনেক-তাই টার্গেটও বড়, অসমের প্রথম সভাতেই বিরাট বার্তা অভিষেকের

Abhishek Banerjee strengthens TMC for 2024 Loksabha Poll: এবার ত্রিপুরা, মেঘালয়ের পর অসমে সংগঠন মজবুত করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

TMC Abhishek Banerjee
সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee set goals for Assam lok sabha polls: উত্তরপূর্বাঞ্চলে তৃণমূল কংগ্রেস সংগঠন মজবুত করতে এর আগে পা রেখেছে ত্রিপুরা, মেঘালয়ে। এবার অসমে কর্মীসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণসম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় অভিষেক জানিয়ে দিলেন, এর আগে অসমে তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়াই করেছে, এবার কিন্তু অনেক ফারাক আছে। ১৪টি লোকসভা আসনের মধ্যে ১০টি আসনে জয় যে তৃণমূল কংগ্রেসের টার্গেট তা-ও এদিন ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় ছিলেন দুই সাংসদ শান্তনু সেন, সুস্মিতা দেব ও অসম তৃণমূলের সভাপতি রিপুন বোরা।

এবার ত্রিপুরা, মেঘালয়ের পর অসমে সংগঠন মজবুত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। অসমে এদিন কামাখ্য়া মন্দিরে পুজো দেন অভিষেক। এদিন অভিষেক বলেন, ‘অসমে পুরো শক্তি নিয়ে লড়বে তৃণমূল কংগ্রেস। আগামী ২ বছর লড়াই চলবে। এবছরের মধ্যে সমস্ত বুথ কমিটি তৈরি হবে। বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করব। ত্রিপুরায় আমার ওপর হামলা হয়েছে। সুস্মিতা দেব, শান্তনু সেনের ওপর হামলা হয়েছে। স্থানীয় নেতৃত্বের ওপর হামলা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস ময়দান ছাড়েনি। এখানে বিজেপি সরকারকে উপড়ে না ফেলা পর্যন্ত লড়াই চলবে।’

অসমে আপাতত লোকসভা নির্বাচনকে টার্গেট করেই তৃণমূল ময়দানে নামছে সেকথাও জানিয়ে দিয়েছেন তৃণমূলের যুবরাজ। অভিষেক বলেন, ‘বিধানসভা নির্বাচন এখনও চারবছর বাকি রয়েছে। লোকসভা নির্বাচন আর দেরি নেই। দু’বছর বাকি রয়েছে। এই দুবছরে ১৪ আসনে জোরদার লড়াই হবে। ১০টি আসনে তৃণমূলকে জিততে হবে। বিজেপিকে উপড়ে দেওয়ার জন্য যা করার করতে হবে। গলা কেটে দিলেও মাথা ঝোঁকাবো না।’

এদিনও অভিষেক কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডিকে এক হাত নেন। ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ‘সিবিআই-ইডি দিয়ে ভয় দেখালেও কিছু হবে না। আমাকে ১০ বার করে সিবিআই ও ইডি তলব করেছে। আমার ঘরে এসে জিজ্ঞাসাবাদ করেছে। দিল্লিতে তলব করেছে।’

কংগ্রেসকে দুর্বল করতেই অন্য় দলকে মদত দিচ্ছে বিজেপি, এই চর্চা রয়েছে রাজনৈতিক মহলে। আম আদমি পার্টি জানিয়ে দিয়েছে তারা এককভাবে লড়াই করবে। এভাবে বিরোধী ভোট ভাগ হলে আদপে বিজেপির ফায়দা বলেই রাজনৈতিক মহল মনে করে। যদিও তৃণমূলের দাবি কংগ্রেস নয় বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে তৃণমূলই। এদিনও অভিষেক দাবি করেছেন, ‘কংগ্রেস বিজেপির সঙ্গে লড়াই করতে পারছে না। একমাত্র তৃণমূল কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে। অসমে কোনও বিরোধী দল নেই। মুখ্য়মন্ত্রী যা খুশি করছেন। দিল্লি বলবে আর হবে তা চলবে না। দিল্লি অসম চালাবে না। অসম দিল্লি চালাবে।’

অভিষেকের আবেদন, ‘১৪টি আসনের মধ্য়ে ১০ টি সিটে জিতিয়ে দিন। তারপর দেখছি। সব পার্টিকে সুয়োগ দিযেছেন তৃণমূলকে একবার সুযোগ দিন। ২০২৬ বিধানসভার লড়াই হবে। তবে ২৪-এ ১০টি আসনে জিততে হবে।’

Stay updated with the latest news headlines and all the latest National news download Indian Express Bengali App.

Web Title: Mc leader abhishek banerjee wants 10 seats in lok sabha poll