Advertisment

বিজেপিতে যোগ দেবেন ভারতের 'মেট্রোম্যান', দাবি কেরালার রাজ্য সভাপতির

১৭ বছর ধরে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের মাথায় ছিলেন ভারতের অন্যতম গুণী এই ইঞ্জিনিয়ার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মেট্রোম্যান ই শ্রীধরণ

বিজেপিতে যোগ দিচ্ছেন ভারতের 'মেট্রোম্যান'। কেরালার রাজনীতিতে প্রবেশ করছেন ই শ্রীধরণ। ১৭ বছর ধরে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের মাথায় ছিলেন ভারতের অন্যতম গুণী এই ইঞ্জিনিয়ার। রাজধানী দিল্লিতে মেট্রো রেলের জনক বলা চলে তাঁকে। এবার কেরালার এই ইঞ্জিনিয়ার গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন বলে খবর। আসন্ন বিজয় যাত্রায় রাজ্য সভাপতি কে সুরেন্দ্রণের হাত থেকে দলীয় পতাকা তুলে নেবেন বলে জানা গিয়েছে।

Advertisment

বৃহস্পতিবার সুরেন্দ্রণ কোঝিকোডে একটি সাংবাদিক সম্মেলনে জানান, দল শ্রীধরণকে আসন্ন বিধানসভা নির্বাচনে দাঁড়ানোর জন্য আবেদন করেছে। তাঁর মতে হাইকমান্ড একটু চাপ দিলেই ৮৮ বছরের এই বর্ষিয়ান ইঞ্জিনিয়ার রাজি হয়ে যেতে পারেন। শ্রীধরণ ১৯৯৫ থেকে ২০১২ পর্যন্ত ডিএমআরসির এমডি ছিলেন। পদ্মশ্রী এবং পরে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করেছে কেন্দ্র। ভারতের পশ্চিম উপকূলে দূর্গম এলাকায় কোঙ্কন রেলওয়ের উন্নয়নে অনেক অবদান রয়েছে শ্রীধরণের।

অন্যদিকে, রাজ্য সহ-সভাপতি শোভা সুরেন্দ্রণ সাংবাদিকদের জানিয়েছেন তিনি এবার ভোটে দাঁড়াবেন না। দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে রাজ্য সভাপতির সঙ্গে তাঁর সংঘাত সুবিদিত। দলের শীর্ষ নেতৃত্বে অন্যতম মহিলা মুখ শোভার অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে তাঁকে সক্রিয় রাজনীতি থেকে দূরে রাখা হচ্ছে দলের তরফে। তাঁর পদস্খালন হয়েছে এবং দলের কোর কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে রাজ্য সভাপতির নির্দেশে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kerala Metroman bjp
Advertisment