Advertisment

'যত কাদা ছুড়বেন পদ্ম ততই প্রস্ফুটিত হবে', আদানি নিয়ে বিরোধীদের জবাব মোদীর

নীরব থেকেও বিরোদীদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
More the mud you throw better the lotus will bloom says PM Modi amid protest by Oppn, 'যত কাদা ছুড়বেন পদ্ম ততই প্রস্ফুটিত হবে', আদানি নিয়ে বিরোদীদের জবাব মোদীর

আদানি ইস্যুতে উত্তাল সংসদ। জেপিসির দাবি তুলেছেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। তার মাঝেই বাজেট অধিবেশনে বুধবার লোকসভার পর বৃহস্পতিবার রাজ্যসভায় বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বক্তব্যের শুরু থেকেই হইচই শুরু করেন বিরোধী সাংসদরা। স্লোগান ওঠে, 'মোদী আদানি ভাই ভাই'। শোরগোলোর মধ্যেই ভাষণ দিয়ে যান নরেন্দ্র মোদী। আদানি বিতর্কে সরাসরি মুখ না খুললেও এদিন বিরোদীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, 'কারও কারও ভাষা, আচরণ ভারতের জন্য হতাশাজনক। বিরোধীদের হাতে কাটা আছে বলেই তারা ছুড়ছে। যত কাদা ছুড়বেন পদ্ম ততই প্রস্ফুটিত হবে।'

Advertisment

গতকাল লোকসভায় প্রধানমন্ত্রী ভাষণে আদানিদের 'কেলেঙ্কারি' নিয়ে কোনও উল্লেখ না থাকায় প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই প্রেক্ষাপটে এদিন নরেন্দ্র মোদীর বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রাজ্যসভায় কী বললেন প্রধানমন্ত্রী?

তাঁর সরকারের গৃহীত উন্নয়নমূলক পদক্ষেপের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন রাজ্যসভায় বলেন, 'গত ৩-৪ বছরে প্রায় ১১ কোটি বাড়িতে কল মারফৎ পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের ক্ষমতায়নের কথা বলে, আমরা জন ধন অ্যাকাউন্ট আন্দোলন শুরু করেছি। গত ৯ বছরে, সারা দেশে ৪৮ কোটি জন ধন অ্যাকাউন্ট খোলা হয়েছে।'

  • আদানি ইস্যুতে বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নিশানা করে মোদী বলেন, 'খাড়গেজি অভিযোগ করেন যে আমি প্রায়শই কালাবুর্গিতে যাই। সেখানে কী কাজ হয়েছে সেগুলো তাঁর দেখা উচিত। কর্ণাটকে ১.৭০ কোটি জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মধ্যে কালাবুর্গিতে 8 লক্ষেরও বেশি। যখন সাধারণ জনগণ ক্ষমতায়িত হচ্ছে, অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং আমি তাদের কষ্ট বুঝতে পারছি।'
  • কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, 'কংগ্রেস বলত গরীবি হটাও। কিন্তু ৪ দশকেরও বেশি সময় ধরে কিছুই করেনি। আর আমরা দেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে কঠোর পরিশ্রম করি। আমাদের অগ্রাধিকার হল সাধারণ জনগণ এবং এই কারণেই আমরা দেশের ২৫ কোটি পরিবারকে এলপিজি সংযোগ দিয়েছি।'
  • রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপণ বক্তব্যে মোদী বলেন, 'সত্যিকারের ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করে যে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সকল যোগ্য সুবিধাভোগীদের কাছে পৌঁছাবে। প্রযুক্তির শক্তিতে আমরা কর্মসংস্কৃতিকে বদলে দিয়েছি। আমাদের নজর গতি বাড়ানো এবং কাজ বৃদ্ধির দিকে।'
  • আদিবাসীদের জন্য তাঁর সরকার যে পদক্ষেপ করেছে সে সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'যুগ যুগ ধরে উপজাতীয় জনগোষ্ঠীর উন্নয়ন উপেক্ষিত ছিল। আমরা দেশের ১১০টি উচ্চাকাঙ্ক্ষার জেলা চিহ্নিত করেছি। ক্রমাগত ফোকাস এবং কর্মক্ষমতা পর্যালোচনার কারণে এই জেলাগুলিতে শিক্ষা, পরিকাঠামো এবং স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এতে ৩ কোটিরও বেশি আদিবাসী উপকৃত হয়েছেন।'
  • 'আজাদি কা অমৃত কাল'-এর সময় দেশবাসীর উপকারের জন্য সরকারি বিভিন্ন প্রকল্প সকলের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটাই প্রকৃত ধর্মনিরপেক্ষতা। আমরা সমস্ত প্রকল্পগুলোর ১০০ শতাংশ সাফল্যের প্রতিশ্রুতি দিচ্ছি এবং সমস্ত ধরণের তুষ্টিকরণের অবসান ঘটাব।'
  • প্রধানমন্ত্রী মোদী বলেছেন, 'দেশবাসী আমাদের সঙ্গে আছে এবং কংগ্রেস দলকে প্রত্যাখ্যান করেছে। দেশবাসী সময়ে সময়ে কংগ্রেসকে শাস্তি দিয়েছে। কংগ্রেস যদি আদিবাসীদের জন্য ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করত, তাহলে একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে আমাকে এত পরিশ্রম করতে হতো না।'
  • 'ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কণ্ঠস্বর অতীতে শোনা যায়নি, কিন্তু এখন আমাদের সরকার তাদের কল্যাণে কাজ করছে। কংগ্রেসের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক নীতিগুলি ভোটব্যাঙ্কের রাজনীতির উপর ভিত্তি করে ছিল, তবে আমরা উন্নয়নের দিকে মনোনিবেশ করি।'
  • গত কয়েক বছরে চিকিৎসা বিজ্ঞানে দেশের উন্নতির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের দেশে তাদের ভ্যাকসিন বিক্রি করার জন্য বিশ্বের একাধিক দেশের চাপ ছিল। প্রতিবেদন লেখা হয়েছে, টিভি সাক্ষাৎকার দেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত আমাদের বিজ্ঞানীদের অপমান করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমার দেশের বিজ্ঞানীরা এমন ভ্যাকসিন তৈরি করেছেন যা অনুমোদিত এবং ১৫০টিরও বেশি দেশ উপকৃত হয়েছে।'
  • দেশের অগ্রগতি সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের তোপ দেগে বলেছেন, 'সরকার নীতি পরিবর্তন করায় ড্রোনগুলি সাধারণ মানুষের উপকারে ব্যবহৃত হচ্ছে। বিরোধী দলগুলো বিজ্ঞান ও প্রযুক্তির বিরুদ্ধে কারণ তারা দেশ নিয়ে মাথা ঘামায় না, তাদের চিন্তা শুধু রাজনীতি। আজ, ৩৫০টিরও বেশি বেসরকারি সংস্থা প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের দেশ প্রতিরক্ষা খাতে প্রায় ১ লক্ষ কোটি টাকার পণ্য রফতানি করছে। খুচরা বিক্রেতা থেকে পর্যটন, প্রতিটি ক্ষেত্রেই লাভ বেড়েছে।'
  • প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ, কেন্দ্রে থাকালীন কংগ্রেস সরকার সংবিধানের ৩৫৬ ধারার 'অপব্যবহার' করে 90বার একাধিক রাজ্য সরকারকে বরখাস্ত করেছিল।
Adani modi Rajya Sabha Modi Government Goutam Adani
Advertisment