/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/mulayam-1.jpg)
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় উত্তর প্রদেশের ইটাওয়ার সাইফাই গ্রামে সম্পন্ন হল মুলায়ম সিং যাদবের শেষকৃত্য। সোমবার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী মলুায়ম সিং যাদব। মঙ্গলবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত ছিলেন দেশের তাবড় রাজনীতিবিদরা।
তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু এবং বিজেপি নেত্রী রীতা বহুগুনা জোশী আজ সাইফাই গ্রামের মাঠে প্রয়াত নেতার শেষকৃত্যের অনুষ্ঠানে হাজির হন। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে সাইফাই গ্রামে যেন জনপ্লাবন নামে। কাতারে-কাতারে মানুষ তাঁদের 'নেতাজি'-কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন।
সোমবার সন্ধেয় মুলায়ম সিং যাদবের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে আনা হয়। সোমবার সন্ধেয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাইফাই গ্রামে এসেছিলেন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তিনি শ্রদ্ধাও জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত রাজনীতিবিদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেছেন যোগী আদিত্যনাথ।
Telugu Desam Party president and former Andhra Pradesh CM, N Chandrababu Naidu pays last respects to veteran politician Mulayam Singh Yadav, at Saifai, Uttar Pradesh pic.twitter.com/Ivjt7f9A23
— ANI (@ANI) October 11, 2022
#WATCH | Uttar Pradesh: The mortal remains of Samajwadi Party (SP) supremo and former Uttar Pradesh CM Mulayam Singh Yadav kept at Numaish Ground in Saifai, Etawah for people to pay their last respects.
His last rites will be performed with full state honours. pic.twitter.com/xeApBc5hM0— ANI (@ANI) October 11, 2022
১৯৩৯ সালের ২২ নভেম্বর মুলায়ম সিং যাদবের জন্ম হয়। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠা করেন তিনি। উত্তর প্রদেশের আজমগড় কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মুলায়ম। ১৯৭০-এর দশকে জাতীয় রাজনীতির উত্তাল আঙিনায় আলাদা করে নিজের পরিচিতি গড়ে তোলেন মুলায়ম। একজন সমাজতান্ত্রিক নেতা হিসেবে রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন। অচিরেই নিজেকে 'পিছড়েবর্গ'-এর একজন অকুতোভয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতেও সফল হয়েছিলেন। গো-বলয়ের রাজনীতির অন্যতম প্রধান মুখ ছিলেন 'নেতাজি'।