Advertisment

জাতির ভিত্তিতে জনগণনার দাবি, প্রধানমন্ত্রীর দরবারে নীতিশ-তেজস্বী

নীতিশ কুমারের নেতৃত্বে ১০ দলের নেতা সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন৷

author-image
IE Bangla Web Desk
New Update
Nitish urges Pm Modi for caste census in Bihar

নীতীশ কুমার ফাইল ছবি।

বিহারে জাতিভিত্তিক জনগণনার দাবি রাজনৈতিক দলগুলির৷ এই দাবি নিয়েই মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সেরাজ্যের ১০ টি দলের নেতা৷ নীতিশ কুমার ছাড়াও ওই দলে ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব, জিতনরাম মাঝি, মুকেশ সাহানির মতো রাজনৈতিক নেতারা৷ জাতির ভিত্তিতে বিহারে জনগণনা নিয়ে এদিন তাঁরা আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে৷ বিষয়টি পর্যালোচনার পর যথোপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী৷

Advertisment

উল্লেখ্য, গত বছরে বিহারে বিধানসভা ভোটের আগে নীতিশ কুমার নিজেই জাতিভিত্তিক জনগণনার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ ক্ষমতায় এলে রাজ্যে জাতিভিত্তিক জনগণনা করবেন বলেও জানিয়েছিলেন৷ বিহারে বিজেপি-জেডিইউ জোট সরকার গড়লেও এখনও সেই প্রতিশ্রুতি পালন করতে পারেননি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷ এদিকে, দীর্ঘদিন ধরেই জাতিভিত্তিক জনগণনার দাবি উঠেছে বিহারে৷ সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে শুধুমাত্র তপশিলি উপজাতি-জনজাতিকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে৷ এরপরেই বিহারে আবারও বাকি জাতির বাসিন্দাদেরও স্বীকৃতি দেওয়ার দাবি ওঠে। বিরোধী দলগুলির তরফেও এব্যাপারে যথেষ্ট তৎপরতা নেওয়া হয়৷

আরও পড়ুন- ১৬০ দিনে সর্বনিম্ন সংক্রমণ দেশে, আরও কমল সক্রিয় রোগীর সংখ্যা

বিষয়টি নিয়ে সম্প্রতি সর্বদলীয় একটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷ সেই বৈঠকেই জাতিভিত্তিক জনগণনার জাবি নিয়ে একজোট হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ সেই সিদ্ধান্ত অনুযায়ী রবিবারই মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বিহারের ১০ দলের নেতা দিল্লি পৌঁছে যান৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তাঁরা৷ নীতিশ কুমারের সঙ্গেই জাতির ভিত্তিতে জনগণনা নিয়ে মোদীর সঙ্গে আলোচনা সারেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবও৷ ছিলেন অন্য নেতারাও৷

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, ‘‘প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের সব সদস্যের কথা শুনেছেন৷ প্রধানমন্ত্রীর কাছে এব্যাপারে যথোপযুক্ত একটি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছিল৷ রাজ্য বিধানসভাতেও কীভাবে দু’বার জাতিভিত্তিক জনগণনা নিয়ে প্রস্তাব পাশ করা হয়েছিল সে সম্পর্কেও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে৷’’ অন্যদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, “আমরা শুধুই বিহারের জন্য জাতিগত জনগণনা চাইছি না৷ গোটা দেশেই যাতে এই প্রক্রিয়া চালু করা যায় সেব্যাপারেই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে৷ আমরা এখন এই বিষয়ে তাঁর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি৷’’

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

bihar Nitish Kumar Tejashwi Yadav PM Modi
Advertisment