সংসদ থেকে বহিষ্কৃত রাহুল গান্ধী। ফলে কেরলের ওয়ানাড-ও সাংসদহীন। এই পরিস্থিতিতে ওয়ানাডে উপনির্বাচন নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার।
বুধবার কর্ণাটকের বিধানসভা ভোটের দিনক্ষণের ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। পাশাপাশি ঘোষণা করা হয়েছে চারটি বিধানসবা কেন্দ্র ও একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনও। কিন্তু, সাংসদহীন ওয়ানাডের উপনির্বাচনের কোনও দিন এদিন ঘোষণা করেননি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
তাহলে কবে হবে ওয়ানাডের উপনির্বাচন? জবাবে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, 'কোনও আসন শূন্য হলে সেখানে ছয় মাসের মধ্যে উপনির্বাচন করতে হয়। আদালত রাহুল গান্ধীকে উচ্চ আদালতে আবেদনের জন্য ৩০ দিন সময় দিয়েছে। ফলে কোনও তাড়াহুড়ো নেই।'
২০১৯ লোকসভা ভোটের প্রচারে কর্ণাটকে গিয়ে ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করেছিলেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তা নিয়ে গুজরাতের একটি আদালতে মামলা হয়। সম্প্রতি সেই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে আদালত। ২ বছরের কারাদণ্ডের সাজা হয় কংগ্রেস সাংসদের। এর ফলে ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধীরর সাংসদ পদ খারিজ হয়ে যায় গত ২৪ মার্চ। যদিও নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধী উচ্চ আদালতে সাজা ঘোষণার ৩০ দিনের মধ্যে আবেদন করতে পারবেন। ততদিন ওয়ানাডে উপনির্বাচন ঘোষমা না করে অপেক্ষা করতে চাইছে কমিশন।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, 'সাধারণভাবে কোনও কেন্দ্রের জনপ্রতিনিধির মেয়াদ যদি এক বছরের কম থাকে, তাহলে সেখানে উপনির্বাচন করানো হয় না। কিন্তু ওয়েনাডের ক্ষেত্রে সেই মেয়াদ পূর্তি হতে এক বছরেরও বেশি সময় বাকি। স্বভাবতই, রাহুলের হারানো ওয়েনাডে কেন্দ্রে উপনির্বাচন করতেই হবে। তবে সেক্ষেত্রেও রাহুল গান্ধীকে দেওয়া আদালতের ৩০ দিনের সময়সীমা পেরনো পর্যন্ত অপেক্ষা করা হবে।'