নাগরিকত্ব বিল পাশ হলে আসাম বা উত্তর-পূর্বের রাজ্যগুলোর কোনও সমস্যা হবে না, একথাই এদিন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী বলেছেন, ‘‘আসাম বা উত্তর-পূর্বের মানুষকে নিয়েই শুধুমাত্র নাগরিকত্ব বিল নয়, এটা সেসব মানুষের জন্য, যাঁরা নিজের বিশ্বাসে বাঁচতে চান। পড়শি দেশে যেসব সংখ্যালঘুরা রয়েছেন, তাঁদের আশ্রয় দিতে আমরা দায়বদ্ধ। অত্যাচারের জেরে ওঁদের সব ছেড়ে চলে যেতে হয়েছিল। সুতরাং, তাঁদের জীবন বাঁচাতে হবে। ওঁদের সঙ্গে দেখা করলে বুঝবেন ওঁদের কী কষ্ট।’’
উল্লেখ্য, নাগরিকত্ব বিলের বিরোধিতা জানিয়ে সরব আসাম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলি। সেই বিতর্কের মধ্যেই আসামের সভায় এদিন মোদীর বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মত সংশ্লিষ্ট মহলের। নাগরিকত্ব বিলের বিরোধিতা জানিয়ে এনডিএ-র সঙ্গে জোট ভেঙেছে অসম গণপরিষদ(অগপ)। লোকসভা ভোটের মুখে নাগরিকত্ব বিল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরাও।
আরও পড়ুন, নাগরিকত্ব বিলের প্রতিবাদ করে ত্রিপুরায় দেশদ্রোহিতার দায়ে আটক তিন আদিবাসী নেতা
CA Bill issue not related only to NE or Assam — it is for ppl who want to live by their faith & for that have to save their lives & escape & come to Maa Bharti. What they had to undergo you can understand when you meet them: PM Modi. @IndianExpress
— Abhishek Saha (@saha_abhi1990) February 9, 2019
আরও পড়ুন, নাগরিকত্ব বিলকে সমর্থন করুন, মমতাকে আহ্বান মোদীর
অন্যদিকে, এদিনও নাগরিকত্ব বিলের প্রতিবাদে আসামে মোদীকে কালো পতাকা দেখানো হয়। কালো পতাকার পাশাপাশি মোদীকে কালো বেলুনও দেখানো হয় শনিবার। রাজভবন থেকে বিমানবন্দর যাওযার পথে মোদীকে কালো পতাকা দেখায় অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ।
অনুপ্রবেশ প্রসঙ্গে এদিন নমো বলেছেন, দেশ থেকে অনুপ্রবেশকারীদের মুক্ত করা হবে। এনআরসি প্রসঙ্গে মোদী বলেন, ‘‘এনআরসির বাস্তবায়ন আগে হয়নি। এখন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আমাদের সরকার কাজ করছে।।’’ নীরব মোদী, বিজয় মালিয়াদের প্রসঙ্গে মোদী বলেছেন, ‘‘দেশের চৌকিদার পারদর্শী। যাঁরা টাকা নিয়ে বিদেশে পালিয়েছেন, তাঁদের দেশে ফেরানো সম্ভব হচ্ছে।’’
Read the full story in English