scorecardresearch

‘এনকাউন্টার করা হবে, জেলে হুমকি দেয় পুলিশ’, বিস্ফোরক দাবি আজম খানের

আজম খানের দাবির পরই শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের রাজনীতিতে।

Out on bail, SP leader Azam Khan says inspector in jail warned of ‘encounter’
শুক্রবার জেল থকে মুক্তি পেয়েছেন আজম খান

সদ্য জামিন মুক্তি পেয়েছেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। জেল থেকে বেরিয়েই রামপুরের বিধায়ক বিস্ফোরক দাবি করলেন। বললেন, এক পুলিশ আধিকারিক তাঁকে জেল থেকে বেরোলে এনকাউন্টারে মারার হুমকি দিয়েছিলেন। আজম খানের দাবির পরই শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের রাজনীতিতে।

সাংবাদিকদের রবিবার আজম খান বলেছেন, “যখন একজন পুলিশ ইনস্পেক্টর জেলের মধ্যে হুমকি দিতে পারে, যে আন্ডারগ্রাউন্ডে চলে যান, আপনার বিরুদ্ধে প্রচুর মামলা আছে। আপনাকে এনকাউন্টার করা হতে পারে। যদি এমন বিপদের মুখে পড়তে পারি, তখন বলা মুশকিল যে কী হতে চলেছে।”

আরও পড়ুন ৯ ঘণ্টার লড়াই শেষ! কুয়োতেই চিরঘুমে একরত্তি

রামপুরের বিধায়ক গত ২ বছর ধরে জেলে ছিলেন। গত শুক্রবার সকালে তিনি জামিনে মুক্তি পান। তার আগের দিন সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেয়। সীতাপুর জেলা কারাগারের সুপার সুরেশ সিং জানিয়েছেন, আজম খানের বিরুদ্ধে ৮১টি মামলা দায়ের হয়েছিল। প্রত্যেকটি মামলায় জামিনের অর্ডার পাওয়ার পর তাঁকে জেল থেকে মুক্ত করা হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest National news download Indian Express Bengali App.

Web Title: Out on bail sp leader azam khan says inspector in jail warned of encounter