Advertisment

পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী সক্রিয়তা বাড়াচ্ছে আফগানিস্তানে, উদ্বিগ্ন ভারত

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উদ্বেগ প্রকাশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের৷

author-image
IE Bangla Web Desk
New Update
Pak-based terror groups operate with impunity, says Jaishankar

পাকিস্তানে থাকা জঙ্গি-গোষ্ঠীগুলি আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এমনই আশঙ্কার কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ তাঁর মতে, ‘‘আফগানিস্তানে যা ঘটছে তা আঞ্চলিকভাবে তো বটেই আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগজনক হয়ে উঠছে৷’’ তালিবানি দখলে গোটা আফগানিস্তান চলে যাওয়ার পর থেকেই সে দেশে হাক্কানি নেটওয়ার্কের তৎপরতা বাড়ছে৷ পাকিস্তানে থাকা লস্কর-এ-তইবা, জইশ-এ-মহম্মদ-এর মতো জঙ্গিগোষ্ঠীগুলি তাদের তৎপরতা আরও বাড়াচ্ছে৷

Advertisment

আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে অন্য একাধিক দেশের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করে চলেছে ভারত৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও একই উদ্বেগ প্রকাশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের৷ পাক মদতপুষ্ট জঙ্গি দলগুলি এবার আফগানিস্তানে তাদের সক্রিয়তা আরও বাড়াচ্ছে৷ আফগানিস্তান বা ভারত উভয়-দেশের পক্ষেই পরিস্থিতি এখন ঘোর উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে৷ লস্কর-এ-তইবা এবং জইশ-এ-মহম্মদের মতো দলগুলি এখন প্রবল উৎসাহে কাজ চালিয়ে যাচ্ছে আফগানিস্তানে৷ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য যা ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷

আরও পড়ুন- ভয়ঙ্কর চুরির অভিযোগে বিদ্ধ পারভেজ রসুল, হাজতবাসের হুমকিতে কাশ্মীরি সুপারস্টার

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ঘোর উদ্বেগে ভারত৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও সেকথা স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর৷ তিনি বলেন, ‘‘সন্ত্রাসবাদীদের অভয়ারণ্য তৈরি হতে দেওয়াকে সমর্থন করা যায় না৷ সন্ত্রাসবাদীদের হাতে রক্ত ঝরছে নিরীহ নাগরিকদের৷’’ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এই বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট (আইএসআইএল) -এর হুমকি নিয়েও আলোচনা করা হয়।

৩ আগস্টের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইএসআইএল-এর স্ব-ঘোষিত শাখা আইএসআইএল-খোরাসান (আইএসআইএল-কে) আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে তাদের উপস্থিতি বাড়িয়েছে৷ কাবুল ও তার আশেপাশে তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এপ্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে আরও জানিয়েছেন, আইএসআইএল-কে ক্রমশ প্রতিবেশী দেশে তাদের সক্রিয়তা বাড়িয়ে চলেছে৷

রাষ্ট্রসংঘের সদস্য সব দেশগুলিকে আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে সজাগ করার চেষ্টা চালিয়ে গিয়েছেন বিদেশমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘এই ক্রমবর্ধমান ঘটনাটি অত্যন্ত বিপজ্জনক৷ আইএসআইএল এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে৷ এটা আমাদের কাছে একটা নয়া চ্যালেঞ্জ তৈরি করেছে।’’

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

India United Nations S jaishankar Taliban Afganistan
Advertisment