scorecardresearch

বড় খবর

১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সংসদে ধর্নায় বিরোধীরা, শামিল তৃণমূলও

বুধবার হট্টগোলের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন।

Opposition MPs protest against suspension
সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সংসদে গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় শামিল হন বিরোধী দলের নেতা-নেত্রীরা।

গত বাদল অধিবেশনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বুধবারও হট্টগোল হল সংসদে। হট্টগোলের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন। এদিন সকাল থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সংসদে গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় শামিল হন বিরোধী দলের নেতা-নেত্রীরা। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদরাও।

বুধবারের ধর্নায় ছিলেন দোলা সেন, সৌগত রায়, মহুয়া মৈত্ররা। এদিন ধর্নামঞ্চ থেকে রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, অবিলম্বে ১২ জন সাংসদের সাসপেনশন তুলতে হবে। আমরা এরপর বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করব। প্রসঙ্গত, গত বাদল অধিবেশনে রাজ্যসভার চেয়ারম্যানের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন, বিশৃঙ্খলা সৃষ্টি, দুর্ব্যবহারের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের উপর হামলার জেরে ১২ জন সাংসদকে এই শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে।

সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, অনিল দেশাই, তৃণমূলের দোলা সেন, শান্তা ছেত্রী, কংগ্রেসের ফুলোদেবী নোতাম, ছায়া ভার্মা, রাজামণি প্যাটেলের মতো সাংসদরা। গতকাল সাংবাদিক সম্মেলন করে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন জানান, আজ থেকে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকালে ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় বসবেন।

আরও পড়ুন দেশব্যাপী NRC নিয়ে বড় সিদ্ধান্ত মোদি সরকারের, সংসদে কী জানালেন মন্ত্রী

উল্লেখ্য, মঙ্গলবার কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে ডিএমকে, শিবসেনা, এনসিপি, সিপিএম, সিপিআই, আরজেডি, ইন্ডিয়ান মুসলিম লিগ, ন্যাশনাল কনফারেন্স, আরএসপি, টিআরএস, কেরালা কংগ্রেস, আম আদমি পার্টির নেতারা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর দফতরে গিয়ে দেখা করেন। সেই প্রতিনিধি দলে ছিলেন রাহুল গান্ধিও। নায়ডুর কাছে ১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানান। কিন্তু নায়ডু সাসপেনশন তুলতে নারাজ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest National news download Indian Express Bengali App.

Web Title: Parliament opposition mps protest against suspension rajya sabha adjourned till 2 pm