ছিলেন ‘রাজা’। এখন কর্মহীনতা তৈরিতে ‘বিশ্বগুরু’ হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠিক এই ভাষাতেই কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০২১ সালের বিশ্বব্যাংকের পরিসংখ্যান উল্লেখ করে রাহুল বলেন, ‘১৫-২৪ বছর বয়সি প্রতি তিন জন ভারতীয়র মধ্যে একজনের চাকরি খোঁজার সম্ভাবনা নষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী এভাবেই ভারতে কর্মসংস্থানের একটি অন্ধকার চিত্র এঁকেছেন।’
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাহুল আরও বলেন, ‘কীভাবে দেশের যুবশ্রেণির ভবিষ্যৎ নষ্ট করতে হয়, সেই ব্যাপারে রাজা গোটা বিশ্বের কাছে একটা উদাহরণ তৈরি করেছেন। গোটা বিশ্ব সেটা দেখছে এবং তাঁর ভুল থেকে শিখছে। CMIE-এর সাম্প্রতিক পরিসংখ্যান আরও বেশি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। সেখানে দেখানো হয়েছে যে দেশের ৪২% ভারতীয়ই ২০-২৪ বছর বয়সি। আর, তাঁরা চাকরি খুঁজছেন এবং বেকার।’
আরও পড়ুন- ধর্মীয় বিদ্বেষ জাতিকে প্রভাবিত করে, মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে, আহ্বান ডোভালের
এর আগে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী গত ২৬ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘রাজা’ বলে কটাক্ষ করেছিলেন। অভিযোগ করছিলেন যে বেকারত্ব, মুদ্রাস্ফীতি, জিএসটি এবং অগ্নিপথ নিয়ে যাঁরাই প্রশ্ন তুলছেন, প্রধানমন্ত্রী তাঁদেরকেই জেলে রাখার নির্দেশ দিচ্ছেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে গিয়ে রাহুল আটক হন। সেই সময় তিনি এই মন্তব্য করেন।
রাহুল বলেছিলেন, ‘দেশের রাজার নির্দেশ বেকারত্ব, মূল্যবৃদ্ধি, ভুল জিএসটি, অগ্নিপথ নিয়ে যে-ই প্রশ্ন করবেন, তাঁদের কারাগারে পাঠাতে হবে। আমি এখন যতই আটক হই, যতই দেশবাসীর প্রতিবাদ করা নিষিদ্ধ হোক, উনি কিন্তু আমাদের আত্মবিশ্বাস কখনও ভাঙতে পারবেন না।’ মোদী সরকারের স্বৈরাচার এবং শাসন ব্যবস্থার তীব্র নিন্দা করে রাহুল অভিযোগ করেছিলেন যে, বিরোধীদের সংসদের অভ্যন্তরে আলোচনা করতে দেওয়া হচ্ছে না। বিক্ষোভের সময় তাঁদের গ্রেফতার করা হচ্ছে।
Read full story in English