অনিশ্চয়তার মধ্যেও দুনিয়ার নজরে নাকি ভারতের বাজেট, দাবি মোদীর : PM Narendra Modi on Indias Budget | Indian Express Bangla

অনিশ্চয়তার মধ্যেও দুনিয়ার নজরে নাকি ভারতের বাজেট, দাবি মোদীর

‘ভারত আগে, নাগরিক আগে।’ এই ধারণাতেই চলছে সরকার।

PM Narendra Modi on Indias Budget
প্রধানমন্ত্রী মোদী

বুধবার সংসদে বাজেট পেশ। তার আগে মঙ্গলবার সংসদের উভয়কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হল বাজেট অধিবেশন। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার মধ্যে গোটা দুনিয়া ভারতের বাজেটের দিকে তাকিয়ে আছে।’ প্রধানমন্ত্রীর কথায়, ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের পেশ করতে চলা বাজেট , ‘শুধু জনগণের আশা এবং আকাঙ্ক্ষাই পূরণ করবে না, সেই সঙ্গে সেই আশাকেও বাড়িয়ে তুলবে যার মাধ্যমে গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে।’

মোদী বলেছেন, ‘আজ বাজেট অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, গোটা বিশ্বের জন্য আর্থিক বিষয়ে বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর, একটি ইতিবাচক বার্তা এবং আশার রশ্মি হাজির। যা প্রবল উৎসাহের সূচনা করেছে।’

প্রধানমন্ত্রীর সংযোজন, ‘আগামীকাল অর্থমন্ত্রী (সীতারমণ) দেশে আরেকটি বাজেট পেশ করবেন। আজকের বৈশ্বিক পরিস্থিতিতে শুধু ভারত নয়, গোটা বিশ্বের নজর ভারতের বাজেটের দিকে। এই অনিশ্চিত বিশ্ব অর্থনীতিতে, ভারতের বাজেট শুধু জনগণের আশা-আকাঙ্খাই পূরণ করবে না, সেই সঙ্গে সেই আশাকেও বাড়িয়ে দেবে যেটা নিয়ে বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। আমি বিশ্বাস করি যে নির্মলাজি এই সমস্ত প্রত্যাশা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।’

রাষ্ট্রপতি হওয়ার পর এটাই দ্রৌপদী মুর্মুর সংসদে প্রথম ভাষণ। যা নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘আমাদের সংবিধানের জন্য গর্বের বিষয়। এটি দেশের নারী ও আদিবাসীদের সম্মানের বিষয়।’

অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী বিরোধী দলের সদস্যদের নীতি-নির্ধারণ নিয়ে আলোচনা ও বিতর্কে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘ভারতীয় জনতা পার্টির অধীন এনডিএ সরকারের একটিমাত্র লক্ষ্য ছিল, আমাদের কাজের নীতির নেপথ্যে রয়েছে ভারত আগে, নাগরিক আগে ধারণা।এই ধারণাকে এগিয়ে নিয়ে, এই বাজেট অধিবেশনে, তর্কাতর্কি হবে কিন্তু আলোচনাও চলতে থাকবে। আমি বিশ্বাস করি বিরোধী দলে থাকা আমাদের বন্ধুরা আলোচনার মাধ্যমে তাঁদের বিষয়গুলি তুলে ধরবেন।সংসদ নীতি-নির্ধারণের বিষয়ে চিন্তাভাবনা করবে এবং এমন একটি সিদ্ধান্তে পৌঁছাবে যাতে সমগ্র দেশ উপকৃত হয়।’

Stay updated with the latest news headlines and all the latest National news download Indian Express Bengali App.

Web Title: Pm narendra modi on indias budget

Next Story
‘গ্রেনেড নয়, কাশ্মীরিরা দিয়েছেন ভালবাসা-ভরা হৃদয়’, সতর্কবাণী তুচ্ছ করে দাবি রাহুলের