Advertisment

"আমি গর্বিত ভারতীয় মুসলিম", বিদায়ী ভাষণে আবেগঘন গুলাম নবী আজাদ

যার হাত ধরে গুলাম নবীর সংসদীয় রাজনীতিতে প্রবেশ সেই ইন্দিরা গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দীর্ঘদিনের সাংসদ গুলাম নবী আজাদ অবসর নিলেন সংসদীয় রাজনীতি থেকে। এদিন তাঁর বিদায় সংবর্ধনার বিশেষ আয়োজন করেছিল রাজ্যসভা। বিদায়ী ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Advertisment

জবাবী ভাষণে প্রধানমন্ত্রী-সহ সরকারপক্ষের সাংসদদের ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, 'আমি গর্বিত হিন্দুস্তানি মুসলমান বা ভারতীয় মুসলিম। দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করতে দেওয়ার জন্য ভারতীয় সংসদকে ধন্যবাদ।' যার হাত ধরে গুলাম নবীর সংসদীয় রাজনীতিতে প্রবেশ সেই ইন্দিরা গান্ধির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রতি তিনি কৃতজ্ঞ। এদিন রাজ্যসভায় বিদায়ী ভাষণে এভাবেই বক্তব্য রাখেন তিনি।

মঙ্গলবার রাজ্যসভায় সাংসদ হিসাবে শেষ দিন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের। আর এদিন তাঁর বিদায়বেলায় আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জন্য চোখে জল চলে আসে মোদীর। আজাদকে প্রকৃত বন্ধু আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "গুলাম নবী আজাদ সাংসদ এবং বিরোধী নেতা হিসাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। পদ আসবে, পদ যাবে, ক্ষমতা আসবে-যাবে, কিন্তু সেগুলি কীভাবে পালন করতে হয় সেটা গুলাম নবী আজাদের থেকে শেখা উচিত। আমি তাই তাঁকে প্রকৃত বন্ধু মানি।"

এদিন রাজ্যসভায় বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী বলেন, "শ্রী গুলাম নবী আজাদ নিজেকে সসম্মানে সংসদে প্রতিষ্ঠা করেছেন। তিনি শুধু নিজের দল নিয়েই চিন্তা করেন না, তিনি সংসদ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চালাতেও অবদান রেখেছেন। ভারতের উন্নয়নেও অবদান রেখেছেন। তাঁর কাজ পরবর্তী প্রজন্মের সাংসদদের অনুপ্রেরণা জোগাবে।"

গুলাম নবী আজাদের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে মোদী বলেন, "সন্ত্রাসী হামলার পর কাশ্মীরে গুজরাতিদের উদ্ধার করার জন্য শ্রী আজাদের এবং প্রণব মুখোপাধ্যায়ের অবদান আমি কোনওদিন ভুলব না। গুলাম নবীজি সারাক্ষণ নজরে রেখেছিলেন, দুর্গতদের উদ্ধারে অনেক সাহায্য করেছিলেন।"

Indian Parliament CONGRESS
Advertisment