Advertisment

কৃষি আইনের প্রতিবাদ করায় 'পাকিস্তানি' তকমা! দল ছাড়লেন বিজেপির শীর্ষ নেতা

নয়া কৃষি আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই পাঞ্জাবে ধাক্কা খেল গেরুয়া শিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp, বিজেপি

বিজেপির পতাকা।

নয়া কৃষি আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই পাঞ্জাবে ধাক্কা খেল গেরুয়া শিবির। কৃষি আইনের প্রতিবাদে দল ছাড়লেন পাঞ্জাব বিজেপির সাধারণ সম্পাদক মালবিন্দর সিং কাং। গেরুয়া শিবিরে খুব কমই শিখ নেতা রয়েছেন। তাঁদের মধ্যে একজন ছিলেন মালবিন্দর। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একগুয়েমির অভিযোগ তুলে কৃষি আইনের প্রতিবাদে দল ছাড়লেন তিনি। তিনি বলেছেন, "আমি কৃষকদের সমস্যার কথা তুলে ধরেছিলাম। বিল পাশের সময় দলের কোর কমিটির সদস্য হিসাবে আমার কথা গ্রাহ্য করা হয়নি। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ আমাকে পাকিস্তানি তকমা দেন। তাঁর এই অশালীন মন্তব্যের তাঁকে ক্ষমা চাইতেই হবে। কৃষকদের পক্ষে কথা বললে বিজেপি নেতারা এই ভাষা প্রয়োগ করেন।"

Advertisment

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি বিজেপিতে যোগ দিয়েছিলেন একজন সাধারণ কর্মী হিসাবে। তারপর দক্ষ সংগঠক হিসাবে দলে উঠে আসেন তিনি। সাধারণ সম্পাদকের পদ পান। পাঞ্জাবে গেরুয়া শিবিরে খুব কম শিখ নেতাই রয়েছেন। মালবিন্দর তাঁদের মধ্যে অন্যতম ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি চণ্ডীগড়ে যখন আসেন তখনও কৃষকদের সমস্যার কথা তাঁকে বলেছিলেন মালবিন্দর। কিন্তু তিনিও সমস্যা সমাধানে কোনও সদিচ্ছা, পরামর্শ শোনার মতো ধৈর্য দেখাননি। কৃষকদের কথা শুনতেই চাননি। মালবিন্দরের কটাক্ষ, "বিজেপি নেতাদের স্বভাবই হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা করবেন সেটা সর্বদা ঠিকই বলা।" দলের রাজ্য সভাপতি অশ্বিনী শর্মার কাছে ইস্তফাপত্র দেওয়ার পর মালবিন্দর জানিয়েছেন, কৃষক, ভাগচাষি, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিক সংগঠনগুলি গণতান্ত্রিক পদ্ধতিতে কৃষি আইনের প্রতিবাদে লড়াই করছেন।

আরও পড়ুন বাংলায় রাষ্ট্রপতি শাসনের জল্পনা উস্কে দিলেন অমিত শাহ

প্রসঙ্গত, কিছুদিন আগেই কৃষি আইনের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল। তার কয়েকদিন পর বিজেপির সবচেয়ে পুরনো শরিক অকালি দল এনডিএ জোট ছাড়ে। অকালি দলও পাঞ্জাব-হরিয়ানায় কৃষকদের স্বার্থে কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ শামিল। ড্যামেজ কন্ট্রোল করতে বিজেপি সরকার কেন্দ্রীয় মন্ত্রীদের ময়দানে নামিয়ে দিয়েছে ভার্চুয়াল সভা করে কৃষকদের এই আইনের লাভ সম্পর্কে অবগত করার জন্য। কিন্তু এবার দলেরই বড় নেতা পদত্যাগ করায় অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Punjab Farm Law
Advertisment