Advertisment

ক্যাপ্টেনে অনাস্থা, অমরিন্দরকে সরানোর দাবিতে সোনিয়ার দ্বারস্থ বিধায়করা

আগামী বছরেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন৷ তার আগে রাজ্য কংগ্রেসে কোন্দল তুঙ্গে৷

author-image
IE Bangla Web Desk
New Update
Captain Amarinder Singh may join bjp strong speculation in Punjab

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

বিধানসভা ভোটের আগে পঞ্জাব কংগ্রেসে কোন্দল তুঙ্গে৷ কংগ্রেস-শাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর আস্থা হারিয়েছেন দলেরই ৩১ বিধায়ক৷ সরাসরি কংগ্রেস হাইকম্যান্ডের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে অমরিন্দর সিংকে সরানোর দাবি তুলেছেন বিদ্রোহী ওই বিধায়করা৷ আগামী বছরেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন৷ তার আগে দলের এই কোন্দলে বেশ অস্বস্তিতে কংগ্রেসের শীর্ষ নেতারা৷

Advertisment

সময়টা ভালো যাচ্ছে না ক্যাপ্টেনের৷ এমনিতেই দলের রাজ্য সভাপতি নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে তাঁর সম্পর্ক মোটেই ভালো নয়৷ সিধু পঞ্জাব কংগ্রেসের প্রধান হওয়ার ব্যাপারেও অমরিন্দরের সায় ছিল না বলেই মত রাজনৈতিক মহলের৷ যদিও কংগ্রেস হাইকম্যান্ডের কাছেন নেতা হওয়ায় সিধুকেই পঞ্জাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে৷ আগামী বছরে পঞ্জাবে বিধানসভা নির্বাচন৷ তার আগে দলের সাংগঠনিক শক্তি আরও বেশি মজবুত করতে কোমর বেঁধে মাঠে নেমেছে সব দল৷ তবে অস্বস্তি বাড়ছে হাত-শিবিরেই৷

মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং নাকি নিজের মতো কাজ করেন৷ অধিকাংশ বিধায়কের সঙ্গেই নাকি তাঁর মতের মিল নেই৷ এমনই দাবি অমরিন্দর-বিরোধী নেতাদের৷ মঙ্গলবার পঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা তৃপ্ত রাজিন্দর সিং বাজওয়ার বাড়িতে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের বিদ্রোহী বিধায়করা৷ সেই বৈঠকেই ৩১ কংগ্রেস বিধায়ক মুখ্যমন্ত্রীকে সরানোর দাবি তোলেন৷ ইতিমধ্যেই রাজ্যের পাঁচ মন্ত্রী ও পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পরগত সিং দিল্লি রওনা দিয়েছেন৷ অমরিনদর সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবিতে দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন তাঁরা৷

আরও পড়ুন- কাশ্মীরে জঙ্গি নিকেশে সেঞ্চুরি হাঁকাল সেনা! মঙ্গলবারও সোপরে বাহিনীর গুলিতে হত ৩

মঙ্গলবার পঞ্জাবের ৩১ কংগ্রেস বিধায়ক ছাড়াও দলের হাফ-ডজন প্রাক্তন বিধায়কও ক্যাবিনেট মন্ত্রী তৃপ্ত রাজিন্দর সিং বাজওয়ার বাড়ির সামনে জড়ো হন৷ মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা জ্ঞাপন করে তাঁকে পদ থেকে সরানোর দাবি তোলেন প্রত্যেকে৷ তবে এদিন মুখ্যমন্ত্রীর অপসারণ ইস্যুতে রাজিন্দর সিংয়ের বাড়িতে চলা বৈঠকে হাজির ছিলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু৷

মুখ্যমন্ত্রী বিরুদ্ধে এই বিদ্রোহ প্রসঙ্গে রাজ্যর মন্ত্রী চরণজিৎ সিং ছন্নি জানিয়েছেন, দলের ছয় নেতা ছাড়াও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পরগত সিং ও পাঁচ মন্ত্রী শীঘ্রই দিল্লি যাবেন৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁরা কথা বলবেন৷ মুখ্যমন্ত্রীর প্রতি তাঁদের অনাস্থার বিষয়টি সোনিয়া গান্ধীকে জানানো হবে৷ অমরিন্দর সিংকে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবি জানাবেন তাঁরা৷ ওই কংগ্রেস নেতা আরও বলেন, ‘‘সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেই আমরা দিল্লি ছাড়ব৷ মুখ্যমন্ত্রী যে কায়দায় কাজ করছেন তাতে তাঁর প্রতি আস্থা হারিয়েছেন বিধায়করা৷ আমরা মুখ্যমন্ত্রী পদে বদল চাইছি৷’’

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Congress High Command sonia gandhi captain Amrinder Singh Punjab Congress
Advertisment