ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, মোগায় সোনু সুদের গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ

শিরোমণি অকালি দলের অভিযোগের ভিত্তিতে সোনুর ঘোরাঘুরিতে লাগাম পরাল নির্বাচন কমিশন।

শিরোমণি অকালি দলের অভিযোগের ভিত্তিতে সোনুর ঘোরাঘুরিতে লাগাম পরাল নির্বাচন কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
Punjab polls: Police impound actor Sonu Sood’s vehicle, ask him to stay at home

রবিবার পঞ্জাব নির্বাচনের দিন অভিনেতা সোনু সুদের গাড়ি থামাল পুলিশ।

বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। রবিবার পঞ্জাব নির্বাচনের দিন অভিনেতা সোনু সুদের গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। শিরোমণি অকালি দলের অভিযোগের ভিত্তিতে সোনুর ঘোরাঘুরিতে লাগাম পরাল নির্বাচন কমিশন। তাঁকে বাড়িতেই থাকতে নির্দেশ দেয় কমিশন।

Advertisment

জানা গিয়েছে, এদিন মোগা বিধানসভা কেন্দ্রে বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মোগা বিধানসভা কেন্দ্রে তাঁর বোন মালবিকা সাচার কংগ্রেসের প্রার্থী। বোনের সমর্থনেই বুথে বুথে ঘুরছিলেন তিনি। কিন্তু তাঁর এই ঘোরাঘুরিকে ভাল চোখে নেয়নি অকালি দল। কমিশনে অভিযোগ জানায় তারা।

মোগা রিটার্নিং অফিসার সতওয়ান্ত সিং জানিয়েছেন, "আমরা সোনু সুদকে নির্দেশ দিয়েছি তিনি যেন বাড়িতেই থাকেন। শিরোমণি অকালি দলের তরফে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি ফ্লাইং স্কোয়াড টিম তাঁর বাড়ির সামনে প্রহরায় মোতায়েন করা হয়েছে। তিনি বাড়িতেই রয়েছেন কি না সেটা নজরদারি করবে পুলিশ।"

Advertisment

আরও পড়ুন ভাগ্য নির্ধারণ হয়ে গেল মুখ্যমন্ত্রিত্বের দাবিদারের

এদিকে, তাঁর উপর লাগাম পরানোয় পাল্টা টুইট করেছেন সোনু। অভিযোগ করেছেন, মোগা কেন্দ্রে অন্য প্রার্থীরা ভোট কিনছে। তিনি নির্বাচন কমিশন এবং পঞ্জাব পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

election commission SAD Sonu Sood Punjab Election 2022