Advertisment

'যাঁরা শীর্ষে তাঁরা দুর্বল মুখ্যমন্ত্রী চান', সিধুর মন্তব্যে অস্বস্তি বাড়ল কংগ্রেসে

অহেতুক বিকৃত করা হচ্ছে সিধুর বক্তব্য, দাবি মিডিয়া উপদেষ্টার।

author-image
IE Bangla Web Desk
New Update
Navjyot Singh Sidhu

নভজ্যোত সিং সিধু

ভোটের মুখে গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে আম আদমি পার্টির কায়দায় টেলি-সমীক্ষা পদ্ধতিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কিন্তু বিদ্রোহ তাতেও কমছে না। মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং প্রদেশ সভাপতি নভজ্য়োত সিং সিধু যুযুধান মুখ্যমন্ত্রী মুখ হওয়ার জন্য। ভোটের মুখে ফের একবার হাইকম্যান্ডকে হুমকি দিয়ে রাখলেন সিধু।

Advertisment

বৃহস্পতিবার সন্ধেয় বৈষ্ণোদেবীতে পুজো দিয়ে ফিরেছেন সিধু। শুক্রবার নিজের কেন্দ্র অমৃতসরে একটি সমাবেশে এসে প্রাক্তন ক্রিকেটার ফের নিশানা করলেন হাইকম্যান্ডকে। পার্টির শীর্ষ নেতৃত্বের উদ্দেশে তাঁর মন্তব্য, নেতৃত্ব দুর্বল মুখ্যমন্ত্রী চায়। এরপরই কংগ্রেসের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। যদিও সিধুর মিডিয়া উপদেষ্টা তা অস্বীকার করেছেন।

এদিন অনুষ্ঠানে সমর্থকদের সামনে সিধু বলেন, "শীর্ষ নেতৃত্ব দুর্বল মুখ্যমন্ত্রী চায়। তাঁরা এমন একজনকে মুখ্যমন্ত্রী করতে চায়, যে তাঁদের কথায় নাচবে। নাচ মেরি বুলবুল তুঝে প্যায়সা মিলেগা।" এর পরই তাঁর সমর্থকরা স্লোগান দেন, "হামারা সিএম ক্যায়সা হো, নভজ্যোত সিধু জ্যায়সা হো।"

আরও পড়ুন হামলার ২৪ ঘণ্টার মধ্যেই ওয়াইসির নিরাপত্তায় বড়সড় রদবদল কেন্দ্রের

সিধু আরও বলেন, "আমি একটাই কথা বলতে চাই, যদি নয়া পাঞ্জাব চান তাহলে তা মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। আপনাদের এবার মুখ্যমন্ত্রী বেছে নিতে হবে। যদি সৎ মানুষকে বেছে নেন তাহলে সেই সততা ঝরে পড়বে। গত ২৫ বছরে দুজন মুখ্যমন্ত্রী রাজ্যটাকে শেষ করে দিয়েছেন। এই সময় আপনাদের মুখ্যমন্ত্রী বেছে নিতে হবে। যদি চোরকে শীর্ষে বসাতে চান তাহলে আপনারা জানেন কী হবে।"

এদিন কংগ্রেস বিধায়ক নিজের অনুগামীদের উদ্দেশে বলেন, তাঁরা যদি পাঞ্জাবের হৃত গৌরব পুনরুদ্ধার করতে চান তাহলে একজন সৎ মুখ্যমন্ত্রী বেছে নিক তাঁরা। কংগ্রেস সূত্রে, শীঘ্রই তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে তারা। মনে করা হচ্ছে, সবচেয়ে জনপ্রিয় হিসাবে চান্নির নামই ভাসছে। এদিকে, সিধুর মিডিয়া উপদেষ্টা সুরিন্দর দাল্লা বলেছেন, সিধুর বক্তব্য অহেতুক বিকৃত করা হচ্ছে। আদতে শীর্ষ বলতে এখানে কেন্দ্রকে বোঝাতে চেয়েছেন কংগ্রেস নেতা, দাবি তাঁর।

CONGRESS Punjab Poll 2022 Navjyot Singh Sidhu
Advertisment