Advertisment

পরাজিত হয়েও দ্বিতীয়বারের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর শপথ ধামির

শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধান সব মুখই উপস্থিত ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
dhami

দ্বিতীয়বারের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলে পুষ্কর সিং ধামি। বুধবার তিনি দ্বিতীয়বারের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কাঁধে তুলে নিলেন। গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ বিজেপি উত্তরাখণ্ডে ধামির বিকল্প খুঁজে পায়নি। তাই খতিমা কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও ফের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হওয়া ধামির আটকাল না। গত বছরের জুলাইয়েই প্রথমবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের সবচেয়ে কমবয়সি এই মুখ্যমন্ত্রীকে তিরথ সিং রাওয়াতের জায়গায় মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছিল।

Advertisment

বুধবার উত্তরাখণ্ডের একাদশতম মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে কার্যত বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভার আসর বসেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সকলেই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। শপথবাক্য পাঠ করান উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যাট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং। ধামি ছাড়াও অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন উত্তরাখণ্ডের নতুন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। সত্পাল মহারাজ, প্রেমচন্দ্র আগরওয়াল, গণেশ জোশী, ধ্যান সিং রাওয়াত, সুবোধ উনিয়াল, রেখা আর্য, চন্দনরাম দাস এবং সৌরভ বহুগুণা অনুষ্ঠানে শপথ নিয়েছেন।

ইতিমধ্যে উত্তরাখণ্ডের ছ'জন বিজেপি বিধায়ক ধামিকে তাঁদের আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বুধবার শপথ গ্রহণের আগে তপকেশ্বর মহাদেবের মন্দিরে পুজো দেন পুষ্কর সিং ধামি। পাশাপাশি গিয়েছিলেন দেরাদুনের চক্রত রোডের হনুমান মন্দিরেও। এর মধ্যেই বিভিন্ন মহল প্রশ্ন তুলতে শুরু করেছে, ধামির হালও কি তীর্থ সিং রাওয়াতের মতোই হবে? তিরথ সিং রাওয়াত ছয় মাসের মধ্যে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনে জিতে আসতে পারেননি। সেই কারণে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল। না-হলে সাংবিধানিক সংকট দেখা দিত।

আরও পড়ুন- মুখবদলে গোষ্ঠীদ্বন্দ্বের ভয় বিজেপির! অভিজ্ঞ বীরেনের হাতেই ফের মণিপুরের ব্যাটন

তিরথ সিং রাওয়াতের আগে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। কিন্তু, আরএসএস এবং দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে ঠেকেছিল। তারপরই ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এক রাওয়াত যেতেই গত বছরের ১০ মার্চ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন অন্য এক রাওয়াত। অর্থাত্, তিরথ সিং রাওয়াত। ধামিকেও টানা মুখ্যমন্ত্রী থাকতে হলে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচনে জিতে আসতে হবে। না-হলে তাঁকেও সরে যেতে হবে তিরথ সিং রাওয়াতের মতোই।

Read story in English

Uttarakhand modi Tirath Singh Rawat Oath Ceremony Dhami New CM
Advertisment