Advertisment

Pushkar Singh Dhami: শপথ নিলেন পুষ্কর সিং ধামি, চার মাসে তিন নম্বর মুখ্যমন্ত্রী পেল উত্তরাখণ্ড

Pushkar Singh Dhami, New Uttarakhand Chief Minister: উত্তরাখণ্ডের ১১তম মুখ্যমন্ত্রী হিসাবে রবিবার শপথ নিলেন ধামি।

author-image
IE Bangla Web Desk
New Update
Pushkar Singh Dhami, Uttarakhand CM, BJP, Bangla News

Pushkar Singh Dhami: উত্তরাখণ্ডের ১১তম মুখ্যমন্ত্রী হিসাবে রবিবার শপথ নিলেন ধামি।

Pushkar Singh Dhami: উত্তরাখণ্ডের ১১তম মুখ্যমন্ত্রী হিসাবে রবিবার শপথ নিলেন পুষ্কর সিং ধামি। গাড়োয়ালের সাংসদ তিরথ সিং রাওয়াত শুক্রবার পদ্যত্যাগ করার পর শনিবার বিজেপির পরিষদীয় দল ধামিকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেয়। ৪৫ বছরের ধামি এখনও পর্যন্ত কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী রাজ্যের। এদিন রাজ্যপাল বেবি রানি মৌর্য তাঁকে শপথ বাক্য পাঠ করান।

Advertisment

গত চারমাসে তিন নম্বর মুখ্যমন্ত্রী পেল উত্তরাখণ্ড। একইসঙ্গে এদিন সৎপাল মহারাজ, হরক সিং রাওয়াত, বংশীধর ভগৎ, যশপাল আর্য, বিষণ সিং ছুপাল, সুবোধ উনিয়াল, অরবিন্দ পাণ্ডে এবং গণেশ জোশী মন্ত্রী হিসাবে শপথ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার নয়া সদস্যদের রাজ্যের উন্নতি ও সমৃদ্ধিসাধনের জন্য শুভকামনা জানান মোদী।

উধম সিং নগর জেলার খাতিমা থেকে দুবারের বিধায়ক ধামি। প্রথমবার ২০১২ সালে নির্বাচিত হন তিনি। এরপর ২০১৭ সালে। বর্তমানে রাজ্য বিজেপির সহ-সভাপতি তিনি। ১৯৭৫ সালে পিথোরাগড় জেলায় জন্ম তাঁর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন পদে কাজ করেছেন ধামি। ৩৩ বছর সংঘের সদস্য ছিলেন তিনি। একইসঙ্গে সংঘের ছাত্র সংগঠন এবিভিপির সদস্য ছিলেন ১০ বছর। উত্তরপ্রদেশের অযোধ্যা প্রান্তে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন ৩৩ বছর সংঘের একনিষ্ঠ সেবক, উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রীর পরিচয় জানলে অবাক হবেন

২০০২ সাল থেকে ২০০৮ পর্যন্ত উত্তরাখণ্ডের যুব মোর্চার সভাপতি থেকেছেন। ভগৎ সিং কোশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর ব্যক্তিগত সচিব হিসাবে কাজ করেছেন ২০০১-২০০২ সাল পর্যন্ত। রাজ্যের নগরোন্নয়ন কমিটির ভাইস-চেয়ারম্যানও থেকেছেন তিনি। আইন নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন তিনি।

আরও পড়ুন ৫ জনকে টপকে দেবভুমির মুখ্যমন্ত্রী এবার পুষ্কর সিং! ‘৪ মাসে ৩ নম্বর’, কটাক্ষ কংগ্রেসের

দেবভূমির পার্বত্য অঞ্চলের ঠাকুর সম্প্রদায়ের ধামিকে মুখ্যমন্ত্রী বেছে আসন্ন নির্বাচনের আগে ভোটব্যাঙ্ককে প্রভাবিত করতে চেয়েছে বিজেপি। উত্তরাখণ্ডে তিনটি ফ্যাক্টরে বিভক্ত। কুমায়ুন বনাম গারোয়াল অঞ্চল, ঠাকুর বনাম ব্রাহ্মণ সম্প্রদায় এবং পার্বত্য বনাম সমতল অঞ্চল। বেশ কিছু সমীকরণকে মাথায় রেখেই পুষ্কর সিং ধামিকে বেছে নিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি মদন কৌশিক হরিদ্বারের ব্রাহ্মণ সম্প্রদায়ের। সেটাও বিজেপির একটা কৌশল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Pushkar Singh Dhami bjp Uttarakhand CM PM Narendra Modi
Advertisment