Advertisment

'হেট-ইন-ইন্ডিয়া এবং মেক-ইন-ইন্ডিয়া-র সহাবস্থান অসম্ভব', মোদীকে নিশানা রাহুলের

বুধবার বেকারত্ব ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi attack modi government over the issue of unemployment

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।

পোক্ত অর্থনীতির দাবি করছেন প্রধানমন্ত্রী। কিন্তু মানতে নারাজ বিরোধী শিবির। বুধবার বেকারত্ব ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পরিসংখ্যান তুলে ধরে তাঁর দাবি, 'হেট-ইন-ইন্ডিয়া এবং মেক-ইন-ইন্ডিয়া-র সহাবস্থান সম্ভব নয়।'

Advertisment

গত কয়েক বছরে ভারত ছেড়েছে বিশ্বের নামী-দামি সব সংস্থা। নমোকে আক্রমণ করতে গিয়ে সেই পরিসংখ্যানই তুলে ধরেছেন রাহল গান্ধী। টুইটারে রাহুল লিখেছেন, 'ভারত থেকে বিশ্বের নাজাদা সংস্থাগুলি মুখ ফেরাচ্ছে। ভারত ছেড়েছে দুনিয়াজোড়া খ্যাতি সম্পন্ন ৭টি ব্র্যান্ড। ৯ ফ্যাকটোরি, ৬৪৯ ডিলারশিপ। ফলে কর্মচ্যূতী ঘটেছে হয়েছেন ৮৪ হাজার। মোদীজি, হেট-ইন-ইন্ডিয়া এবং মেক-ইন-ইন্ডিয়া-র সহাবস্থান সম্ভব নয়। বদলে ভারতের বিধ্বংসী বেকারত্ব সমাধানের দিকে নজর প্রয়োজন।'

নিজের পোস্টের সঙ্গে একটি ছবি দিয়েছেন রাহুল। সেখানে উল্লেখ, এখনও পর্যন্ত ২০১৭ সালে শেভ্রোলেট, ২০১৮ সালে ম্যান ট্রাকস, ২০১৯ সালে ফিয়াট এবং ইউনাইটেড মোটরস, ২০২০ সালে হার্লে ডেভিডসন, ২০২১ সালে ফোর্ড এবং ২০২২2 সালে ড্যাটসান ভারত ছেড়েছে।

Modi Government CONGRESS modi unemployment rahul gandhi
Advertisment