কংগ্রসের মূল বিরোধী শক্তি বিজেপি। পদ্মের বিরুদ্ধে বারত ভাগের চেষ্টার অভিযোগ করেন হাত নেতৃত্ব। বিজেপি, আরএসএসের হাত থেকে দেশকে বাঁচাতে 'ভারত জোড়ো যাত্রা'য় নেতৃত্ব দিচ্ছেন খোদ রাহুল গান্ধী। প্রায়ই তাঁকে হজম করতে হচ্ছে গেরুয়া শিবিরের কটাক্ষ। এহেন অবস্থায় বছরের শেষদিনে রাহুল গান্ধী যা বললেন তাতে বিতর্ক তৈর হল।
শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ওয়ানাড়ের সাংসদ রাহুল গান্ধী ৷ সেখানেই তিনি মন্তব্য করেন, 'আমি চাই ওরা (বিজেপি, আরএসএস) আমাদের আক্রমণাত্মকভাবে নিশানা করুক। এতে কংগ্রেস পার্টি ও তার আদর্শ বুঝতে সহায়ক হবে। আমি বিজেপি ও আরএসএস-কে আমার গুরু মনে করি। ওরাই আমাকে পথ দেখাচ্ছে এবং কী করা উচিত নয় সে সম্পর্কে ক্রমাগত পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে চলেছে। আমি বিজেপি এবং আরএসএস-এর লোকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ ওরা আমাদের যত বেশি টার্গেট করবে তা কোনও না কোনও উপায়ে আমাদের সাহায্য করবে।'
রাহুল মনে করেন যে, কন্যাকুমারি থেকে দিল্লি পর্যন্ত ভারত জোড়ো পদযাত্রার পর মোদী-অমিত শাহরা বুঝেছেন যে ২০২৪ সালে আর বিজেপির পক্ষে ভোটে জেতা কঠিন হবে। তবে, পদ্মশিবিরকে হারাতে হলে বিরোধীদের মধ্যে সমন্ময়ও খুব জরুরি বলে মন্তব্য করেছেন রাহুল।
সামনের সপ্তাহে উত্তরপ্রদেশে পদযাত্রার কর্মসূচি রয়েছে। ওয়ানাডের সাংসদ বলেছেন, 'ভারত জোড়ো যাত্রার দরজা সবার জন্য খোলা। আমরা কাউকে আমাদের সঙ্গে পদযাত্রায় সামিল হতে বাধা দিতে চাই না। অখিলেশজি, মায়াবতীজি এবং অন্য যাঁরা মোহাব্বত কা হিন্দুস্তান চান এবং আমাদের মধ্যে আদর্শগত মিল রয়েছে তাঁরা পদযাত্রায় আসুন।'
কংগ্রেস ২০২৪ সালের কথা বিবেচনা করে ভারতকে জুড়তে পদযাত্রা বার করেছে। ডাক দিচ্ছেন বিরোধী ঐক্যের। তাহলে কেন একাধিক বিরোদী দল এখনও যাত্রায় অংশ নিচ্ছে না? জবাবে রাহুল গান্ধী বলেছেন , 'প্রত্যেক বিরোধী নেতা ভারত জোড়ো যাত্রায় কংগ্রেসের সঙ্গে আছেন, কিন্তু আমি বুঝতে পারছি কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। অন্যান্য বিরোধী নেতাদের একসূত্রে বাঁধতে কংগ্রেস চেষ্টা চালিয়ে যাবে। তবে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে।'
বিজেপি ক্রমাগত দাবি করেছে যে, কেন্দ্রকে প্রশ্ন করার বদলে রাহুল গান্ধী আসলে সেনাবাহিনীকে আক্রমণ করছেন। উত্তরে কংগ্রেস নেতা বলেন, 'সরকারের উচিত ভুলগুলি মেনে নেওয়া। দেশের সশস্ত্র বাহিনীকে ঢাল করা উচিত নয়।" কংগ্রেসের দাবি, চিন এবং পাকিস্তান আরও বড় কিছুর পরিকল্পনা করছে, যার প্রস্তুতি ডোকালাম, তাওয়াং।
২০২৩ সালে আসন্ন মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করে, প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন: 'কংগ্রেস নির্বাচনে জয়লাভ করতে চলেছে, এটা আমি লিখে দিতে পারি। বিজেপিকে কোথাও দেখা যাবে না। আমি এই গ্যারান্টি দিচ্ছি। ওই রাজ্যের প্রতিটি মানুষ জানে যে বিজেপি টাকা দিয়ে সরকার গঠন করেছে।'
সাংবাদিকরা যখন রাহুলকে তাঁর টি-শার্টের শিরোনাম হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, তখন রাহুল বলেন, 'টি-শার্টের কারণে এত ঝামেলা কেন? আমি সোয়েটার পরি না কারণ আমি শীতের ভয় পাই না। ঠাণ্ডা লাগলে আমি একটা সোয়েটার পরার কথা ভাববো।'