নেটদুনিয়ায় ঝড় তুললেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। এবার তাঁর ঝকঝকে লুকের কারণে। একেবারে নতুন চেহারায় চমকে দিয়েছেন রাহুল।
ভারত জোড়ো যাত্রার সময় মার্কসীয় দাড়ি, বড় চুল, অগোছালো চেহারাই ছিল চর্চার কেন্দ্রবিন্দু। ১৫০দিন দিনের মধ্যে ১২টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা এক মাস আগেই কাশ্মীরে শেষ হয়েছে।
ইতালীয় দৈনিক Corriere della Sera-কে দেওয়া সাক্ষাৎকারে গান্ধী বলেছিলেন, 'আমি পুরো মার্চই দাড়ি না কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমাকেই সিদ্ধান্ত নিতে হবে এটা রাখব কি না…'
তাঁর এই দাড়ি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের থেকেও চোখা চোখা বাণ উড়ে এসেছিল। যেমন কেন্দ্রীয় ৪ঠা ফেব্রুয়ারিই 8 ফেব্রুয়ারিই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি রাহুলকে নিশানা করে বলেছিলেন, 'যদি হাজার হাজার কিলোমিটার কেউ পায়ে হেঁটে যান, তবে তাতে কেবল দাড়ি বাড়ে, জ্ঞান নয়…!'
এসবের মধ্যেই একমাসে বদলে গিয়েছে রাহুলের লুকস। গুজরাট যুব কংগ্রেসের তরফে একটি টুইটে তা স্পষ্ট হয়েছে। সেখানে রাহুল গান্ধীর নতুন চেহারার ছবি দিয়ে লেখা রয়েছে, 'নতুন চেহারায় রাহুল এখন কেমব্রিজে।'
বর্তমানে লন্ডনে রয়েছেন রাহুল। কেমব্রিজ ইউনিভার্সিটিতে বক্তৃতা করার কথা তাঁর। ছবিতে আকাশি শার্ট, বার্গেন্ডি টাই এবং ধূসর স্যুটে দেখা গিয়েছে রাহুলকে। যা সামনে আসতে না আসতেই হইচই শুরু হয়েছে।
কেমব্রিজ ইউনিভার্সিটির প্রাক্তনী রাহুল গান্ধী। সেখানেই বক্তৃতার জন্য বিশেষ আমন্ত্রণ পেয়েছেন সাংসদ। বক্তৃতার বিষয় হল, '২১ শতকে শুনতে শেখা।' রয়েছে 'বিগ ডেটা অ্যান্ড ডেমোক্র্যাসি’ শীর্ষক অধিবেশনও। এছাড়া, ভারত-চিন সম্পর্ক নিয়ে আলোচনাতেও অংশ নেবেন রাহুল।