Advertisment

সরকারি বাংলা অতীত, খালি করে দিলেন রাহুল গান্ধী, 'অনুকরণীয়'- পুঁজি করতে মরিয়া কংগ্রেস

সাংসদ পদ খোয়ানোর মাশুল।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi vacates tughlaq lanes official bungalow , সরকারি বাংলা অতীত, খালি করে দিলেন রাহুল গান্ধী, 'অনুকরণীয়'- পুঁজি করতে মরিয়া কংগ্রেস

সরকারি বাংলো থেকে রাহুল গান্ধীর জিনিস সরানো হচ্ছে।

মানহানি মালায় দোষী সাব্যস্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ গত মাসেই খারিজ হয়েছে। ফলে তিনি আর সরকারি বাংলোতে থাকার যোগ্য নন। শনিবার থেকে ১২ নং তুঘলক লেনের সাংসদ বাংলোটি খালি করা শুরু হয়েছে। ওটিই ছিল সাংসদ রাহুলের বাংলো। সরকারি ছুটির দিন হওয়ায় শনিবার লোকসভার সচিবালয়ের কাছে বাংলোর চাবি হস্তান্তর করতে পারেননি গান্ধী। এর আগে শুক্রবারই কংগ্রেস নেতা ওই বাংলো থেকে তাঁর প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিয়েছিলেন।

Advertisment

রাহুলের এই পদক্ষেপকে অনুকরণীয় বলে দাবি করছে কংগ্রেস। দলের শীর্ষ নেতা ও সাসদ শশী থারুর টুইটে লিখেছেন, 'আজ রাহুল গান্ধী লোকসভা সচিবালয়ের আদেশ অনুযায়ী তুঘলক লেনে তাঁর বাড়ি খালি করেছেন। আদালত তাকে আপিল করার জন্য ৩০ দিন সময় দিয়েছে এবং হাইকোর্ট বা এসসি এখনও তাকে পুনর্বহাল করতে পারে, কিন্তু তাঁর সরে যাওয়ার অনুকরণীয়।'

বাংলোটি খালি করতে আগেই নির্দেশিকা জারি করেছিল লোকসভার সচিবালয়। প্রত্যুত্তরে রাহুল গান্ধী লিখেছিলেন, অবশ্যই নির্দেশ পালন করবেন তিনি।

সাংসদ হিসাবে, গান্ধী লোকসভায় কেরলের ওয়ানাডের প্রতিনিধিত্ব করতেন। ২৩শে মার্চ, একটি সুরাট আদালত প্রধানমন্ত্রীকে মানহানির দায়ে গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং তাকে দুই বছরের সাজা প্রদান করে। যার ফলে তাকে নিম্নকক্ষ থেকে অযোগ্য ঘোষণা করা হয়। তিনি সুরাটের দায়রা আদালতে ম্যাজিস্ট্রিয়াল আদালতের আদেশকে চ্যালেঞ্জ করেছিলেন যা দোষী সাব্যস্ত করার জন্য তার আবেদন প্রত্যাখ্যান করেছিল।

CONGRESS rahul gandhi
Advertisment