আলাদা জেলা চেয়েছিলেন। বাজেট অধিবেশনে সেই দাবি মানা হয়নি। তাতেই গোঁসা শাসকদলের বিধায়ক। তাঁর ধনুকভাঙা পণ, দাবি না মানা পর্যন্ত পায়ে জুতো গলাবেন না। শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে রাজস্থান বিধানসভায়।
বুধবার মুখ্যমন্ত্রী অশোক গেহলট বাজেট পেশ করেন। সেদিনই বিধায়কের গোঁসা হয়। বারমেরের পাচপাদ্রার কংগ্রেস বিধায়ক মদন প্রজাপতের দাবি ছিল, বালোত্রাকে আলাদা জেলা করতে হবে। তিনি বলেছেন, এটা শুধু তাঁর একার দাবি নয়, বরং ৩৬টি সম্প্রদায়ের দাবি।
তিনি আরও বলেন, ৪০ বছর ধরে তিনি এই দাবি তুলে আসছেন। বহুবার দরবার করেছেন। বিধানসভায় ২০০৯ সালে দুবার, ২০১৯ সালে তিনবার, ২০২০ এবং ২১-এ একবার করে এবং শেষ ১৫ ফেব্রুয়ারি আবার দাবি তোলেন তিনি।
তাঁর অভিযোগ, সরকারে যেই থাকুক, কেউ কর্ণপাত করেনি তাঁর আর্জিতে। তাই এবার ধনুকভাঙা পণ নিয়েছেন, যতদিন না তাঁর দাবি মেনে বালোত্রাকে আলাদা জেলা ঘোষণা করা হচ্ছে তিনি জুতো-চপ্পল পরবেন না।
আরও পড়ুন হুডখোলা টোটোয় ভোটের প্রচার, অলি-গলি চষে ফেলছেন তৃণমূল নেতা
গত ১৫ ফেব্রুয়ারি প্রজাপত বলেছেন, তাঁর বিধানসভা কেন্দ্রে দেশের বৃহত্তম শোধনাগার তৈরি হয়েছে ১ লক্ষ কোটি খরচ করে। কিন্তু জেলা সদর বারমের এখান থেকে ১০০ কিমি দূরে। গুগল ম্যাপ অনুযায়ী, প্রায় পৌনে দুঘণ্টা লাগে যেতে মোটরগাড়িতে।
কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁর দলের হয়েও বাজেট অধিবেশনে প্রজাপতের দাবিকে পাত্তাই দেননি। ফলে কার্যত ক্ষোভে বৃহস্পতিবার জুতো ছাড়াই বিধানসভায় আসেন কংগ্রেস বিধায়ক।