কংগ্রেসের পালে হাওয়া লেগেছে এ নির্বাচনে, তবে তাক লাগিয়ে দিয়েছে সিপিএম। রাজস্থান বিধানসভা ভোটে দুটি আসনে জয়লাভ করেছেন দুই সিপিএম প্রার্থী।
ভদ্রা আসনে জিতেছেন বলওয়ান পুনিয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সঞ্জীব কুমারকে হারিয়ে দিয়েছেন তিনি। গত বিধানসভা ভোটে এ আসনে জিতেছিল বিজেপি। সেবার বিধায়ক হয়েছিলেন এই সঞ্জীব কুমারই। হনুমানগড়জেলার এই আসনে সিপিএমের জয় যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বামেরা।
অন্য যে আসনটিতে এ রাজ্যে সিপিএম জিতেছে সেটি হল বিকানীর জেলার শ্রী দুঙ্গরগড় বিধানসভা কেন্দ্র। সেখানে গিরিধারীলাল মাহিয়া বিধায়ক হতে চলেছেন। এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেস।
উল্লেখযোগ্য, ২০১৩ সালে রাজস্থানে কোনও আসন পায়নি সিপিএম। ২০০৮ সালে এ রাজ্যে তিনটি আসন পেয়েছিল তারা।
রাজস্থানে সিপিএমের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের সিপিএম নেতা হান্নান মোল্লা। রাজস্থানে আরও বেশি আসনে জয় পাওয়া উচিত ছিল বলে মনে করেন এ রাজ্যের সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, "সারা দেশে লাল ঝান্ডার লড়াইয়ের পাশে প্রচুর মানুষ ক্রমশ জড়ো হচ্ছেন।"