SAD-BSP Alliance: ২৭ বছর পর ফের মায়াবতীর হাত ধরল অকালি দল, চিন্তা বাড়ল পাঞ্জাবের 'ক্যাপ্টেনে'র

SAD-BSP Alliance Punjab: সোনালি অতীত ফিরিয়ে আনতে ফের ঐক্যবদ্ধ হয়েছেন মায়াবতী ও সুখবীর বাদল।

SAD-BSP Alliance Punjab: সোনালি অতীত ফিরিয়ে আনতে ফের ঐক্যবদ্ধ হয়েছেন মায়াবতী ও সুখবীর বাদল।

author-image
IE Bangla Web Desk
New Update
SAD, BSP, Punjab Elections 2022

শনিবার এই এই জোটের কথা ঘোষণা করেছেন অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল।

SAD-BSP Alliance: শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে ক্যাপ্টেনের চিন্তা বাড়িয়ে ২৭ বছর পর ফের মায়াবতীর হাত ধরল শিরোমণি অকালি দল। ১৯৯৬ সালে লোকসভা নির্বাচনে শেষবার জোট বেঁধে লড়েছিল অকালিরা এবং বহুজন সমাজ পার্টি। আসন্ন বিধানসভা নির্বাচনে ফের জোট বেঁধে লড়বে দুই দল।

Advertisment

শনিবার এই এই জোটের কথা ঘোষণা করেছেন অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। গত বছরই বিজেপির সঙ্গত্যাগ করেছে দীর্ঘদিনের এনডিএ শরিক। এবার বিজেপির অন্যতম বিরোধী বিএসপির সঙ্গে গাঁটছড়া বেঁধে লড়বে অকালিরা। গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে যতগুলো আসন ছেড়েছিল, মায়াবতীর দলকেও ততগুলি আসন এবার ছাড়বে অকালি দল।

দলিত অধ্যুষিত দোয়াবা অঞ্চলে ৮টি আসন, মালওয়ায় ৭টি এবং মাঝা অঞ্চলে ৫টি, মোট ২০টি আসনে লড়বে বিএসপি। বাকি ৯৭টি আসনে লড়বে অকালি দল। এর আগে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ১১১টি আসনে লড়ে একটিতেও জিততে পারেননি মায়াবতী। এবারের ফ্রন্ট নিয়ে আশাবাদী দুই দলই। বিকাশের পথে নয়া পাঞ্জাব গড়ার ডাক দিয়েছে দুই দল। এই জোটকে রাজ্য রাজনীতিতে নয়া মোড় বলেছেন সুখবীর সিং বাদল।

Advertisment

আরও পড়ুন অভিনেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা, প্রতিবাদে গণইস্তফা বিজেপি নেতা-কর্মীদের

এর আগে অকালি দলের প্রকাশ সিং বাদল এবং বিএসপির প্রতিষ্ঠাতা কাশী রাম একজোট হয়েছিলেন পাঞ্জাবে। ১৯৯৬ সালে দুই দল ১৩টির মধ্যে ১১টি লোকসভা আসনে জয়ী হয়। সোনালি অতীত ফিরিয়ে আনতে ফের ঐক্যবদ্ধ হয়েছেন মায়াবতী ও সুখবীর বাদল। তাঁদের প্রধান লক্ষ্য, জিতে ক্ষমতায় এসে রাজ্যের অর্থনীতিকে সঠিক পথে নিয়ে যাওয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Punjab SAD BSP