আম্বানি পরিবারে সুখবর, পরিবারে এল নতুন সদস্য

দাদু হলেন মুকেশ আম্বানি।

দাদু হলেন মুকেশ আম্বানি।

author-image
IE Bangla Web Desk
New Update
ambani

দাদু হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শ্লোকা এবং আকাশের কোলজুড়ে এল এক ফুটফুটে রাজপুত্তুর। অতঃপর মুম্বইয়ের আন্তিলিয়ায় এখন খুশির হাওয়া। গোটা বাড়িতে সাজ-সাজ রব। আম্বানি পরিবারে খুদে অতিথির আগমন। চারটিখানি কথা নয়।

Advertisment

বৃহস্পতিবারই মুকেশের পূত্রবধূ শ্লোকা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। শ্লোকা এবং আকাশের প্রথম সন্তান। আর সেই প্রথম নাতির মুখ দেখে দাদু-দিদা মুকেশ ও নীতা আম্বানি যে বেজায় উচ্ছ্বসিত, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। এদিন এক বিবৃতি প্রকাশ করে আম্বানি পরিবারের তরফে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের আশীর্বাদে শ্লোকা এবং আকাশের কোলজুড়ে এক ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। ধীরুভাই এবম কোকিলাবেন আম্বানির প্রথম প্রপৌত্রকে স্বাগত জানাতে পেরে বেজায় খুশি দাদু-ঠাকুমা হয়ে মুকেশ ও নীতা আম্বানি।

তা সদ্য মা হওয়া শ্লোকা এবং তাঁর পুত্রসন্তান কেমন আছে? আম্বানি পরিবার সূত্রে খবর, মা এবং সন্তান দু'জনেই সুস্থ রয়েছেন। নাতি আসার খুশিতে আম্বানি পরিবারের পাশাপাশি শ্লোকার বাবার বাড়ি অর্থাৎ মেহেতা পরিবারেও বর্তমানে খুশির হাওয়া বইছে।

Advertisment

উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন আকাশ আম্বানি ও শ্লোকা মেহেতা। তাঁদের জমজমাট বিয়ের অনুষ্ঠান দেখেছিল গোটা দুনিয়া ৷ ঝকমকে আলোয় সেজে উঠেছিল আম্বানিদের বাসভাবন অ্যান্তিলিয়া ৷ এবার সেই বাড়িই ফের আলোর সাজে সেজে উঠবে ৷ ফের চাঁদের হাট বসবে আম্বানি পরিবারের নতুন সদস্যকে ওয়েলকাম জানানোর জন্য। সব মহল থেকেই ইতিমধ্যে শুভেচ্ছা জানানো হয়েছে মুকেশ আম্বানি, নীতা আম্বানি, শ্লোকা এবং আকাশকে ৷

Mukesh Ambani