জিএসটি নিয়ে আবারও রাহুলের নিশানায় মোদী। আবারও স্বাস্থ্যবিমা ও হাসপাতালে থাকার খরচে জিএসটি-র হারের সঙ্গে হীরের উপর চাপানো জিএসটি-র হার নিয়ে মোদীকে তুলোধনা সোনিয়া-পুত্রের। এরই পাশাপাশি গরিব ও মধ্যবিত্তদের রেহাই দিতে একক, কম করের হার চাপানোর পরামর্শ কংগ্রেস নেতার।
মোদী সরকার জিএসটি চালু করার পর থেকেই প্রবল সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। এর আগেও জিএসটি-কে 'গব্বর সিং ট্যাক্স' বলে তোপ দেগেছিলেন কংগ্রেস নেতা। মঙ্গলবার ফের একবার টুইটে সোচ্চার সোনিয়া-তনয়। দেশে হীরের উপর ১.৫ শতাংশ জিএসটি চাপিয়েছে কেন্দ্রীয় সরকার।
তবে স্বাস্থ্যবিমায় জিএসটির হার ১৮ শতাংশ, হাসপাতালে ভর্তির ক্ষেত্রেও ৫ শতাংশ জিএসটি চাপিয়েছে মোদী সরকার। এদিন আবারও জিএসটি-কে 'গব্বর সিং ট্যাক্স' বলে সোচ্চার হয়ে রাহুল বলেন, ''এতেই বোঝা যায়, প্রধানমন্ত্রীর কাদের কথা ভাবেন।''
টুইটে এদিন রাহুল গান্ধী লিখেছেন, ''স্বাস্থ্যবিমায় জিএসটি ১৮ শতাংশ। হাসপাতালের ঘরের উপর জিএসটি ৫ শতাংশ। হীরের উপর জিএসটি ১.৫ শতাংশ। গব্বর সিং ট্যাক্স যন্ত্রণাদায়ক একটি বার্তা। প্রধানমন্ত্রী কাদের যত্ন নেন, সেটা দেখা যাচ্ছে।''
আরও পড়ুন- কবরস্থানের জমিতে রাতারাতি মন্দির, প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ, জারি ১৪৪ ধারা
জিএসটি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনার পাশাপাশি গরিব ও মধ্যবিত্তদের সুরাহা দিতে জিএসটি হার কমানোর দাবিতে সরব হয়েছেন কংগ্রেস নেতা। টুইটে এদিন রাহুল আরও লিখেছেন, "একক, কম জিএসটি-র হার কমপ্লায়েন্স খরচ কমিয়ে দেবে। গরিব ও মধ্যবিত্ত পরিবারের বোঝাও কমিয়ে দেবে।"
শুরু থেকেই মোদী সরকারের জিএসটির বিরুদ্ধে আওয়াজ তুলেছে কংগ্রেস। দেশে বর্তমানে জারি থাকা জিএসটি আইন বাতিলেরও দাবি করেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, বর্তমান জিএসটি দেশের অর্থনীতিতে আঘাত করেছে। শুরু থেকেই এই আইনে ত্রুটি রয়েছে, তাই বর্তমান আইনটি সংশোধনের বদলে পুরোটাই বাতিলের দাবি কংগ্রেসের।