Advertisment

'গান্ধী-নেহেরু-প্যাটেলদের অপমানে আত্মমগ্ন সরকার ইতিহাস বিকৃত করছে', কেন্দ্রকে নিশানা সনিয়ার

১৪ আগস্ট ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস’ পালন করেছে কেন্দ্র। এই উপলক্ষে দলের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দেশভাগের জন্য দায়ী করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
sonia gandhi slams modi government on independence day 2022

নরেন্দ্র মোদী, সনিয়া গান্ধী

দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে মোদী সরকারকে কড়া নিশানা করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। মোদী সরকারকে 'আত্মমগ্ন' বলে তোপ দাগলেন সনিয়া। তাঁর অভিযোগ, 'গান্ধী-নেহেরু-আজাদ-প্যাটেলদের অপমান করতে উগ্র জাতীয়তাবাদী সরকার ইতিহাসকে মিথ্যের ভিত্তিতে বিকৃত করছে। কংগ্রেস এর প্রতিবাদ করছে।'

Advertisment

১৪ আগস্ট ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস’ পালন করেছে কেন্দ্র। এই উপলক্ষে দলের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দেশভাগের জন্য দায়ী করা হয়েছে। যার প্রতিবাদে মুখর কংগ্রেস। যার পাল্টা দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের দিন মুখ খুলেছেন সনিয়া। বলেছেন, 'আজকের আত্মমগ্ন সরকার আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মহান আত্মত্যাগ এবং দেশের গৌরবময় অর্জনকে তুচ্ছ করতে উদ্যত, যা কখনই মেনে নেওয়া যায় না।'

সনিয়া গান্ধী বলেছেন, 'বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি ক্ষেত্রে গত ৭৫ বছরে বহু প্রতিভাবান ব্যক্তিত্ব ভারতকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন। দূরদর্শী ভারতীয় নেতারা একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছেন। তাঁরা একটি শক্তিশালী তথা সাংবিধানিক গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন।'

কংগ্রেস নেত্রীর দাবি, বৈচিত্র্যময় সংস্কৃতি ও ভাষার মাধ্যমেই ভারত একটি গৌরবময় জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে।

Modi Government CONGRESS Independence Day 2022 modi bjp sonia gandhi
Advertisment