Advertisment

ফের 'বেসুরো' বরুণ গান্ধি, মোদীকে বিস্ফোরক চিঠি বিজেপি সাংসদের

বরুণের খোলা চিঠিতে অস্বস্তি বাড়ল বিজেপির অন্দরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Varun Gandhi writes to PM

লখিমপুর খেরি কাণ্ডে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মোদীকে লিখলেন বরুণ।

কৃষক আন্দোলন নিয়ে আগেই সুর চড়িয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কিত তিনটি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করার ফের বেসুরো বিজেপি সাংসদ বরুণ গান্ধি। কৃষি আইনের বিরুদ্ধে আগেও সরব হয়েছিলেন বরুণ। এবার লখিমপুর খেরি কাণ্ডে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মোদীকে লিখলেন বরুণ।

Advertisment

শনিবার খোলা চিঠিতে পিলভিটের সাংসদের দাবি, মৃত কৃষকদের পরিজনদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ, প্রতিবাদীদের বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধিতে মিথ্যা এফআইআর প্রত্যাহার এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে আইনি ব্যবস্থা নিক সরকার। এছাড়াও বরুণ গান্ধি চিঠিতে দাবি করেছেন, লখিমপুর খেরি কাণ্ডে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য়।

বরুণ চিঠিতে লিখেছেন, "ওই হৃদয়বিদারক ঘটনা গণতন্ত্রের কলঙ্ক। আমার আবেদন যে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। তাঁর যোগ রয়েছে এই মর্মান্তিক ঘটনার সঙ্গে। তাহলেই ন্যায়বিচার হবে।"

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে তিনটি এসইউভির কনভয় প্রতিবাদী কৃষকদের উপর চালিয়ে তাঁদের পিষে দেওয়া হয়। সেই ঘটনায় অভিযুক্ত মন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে পুলিশ গ্রেফতার করেছে। সেদিনের ঘটনায় হিংসার উদ্রেক হয়। সবমিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়, তাঁদের মধ্যে ছিলেন চারজন কৃষক।

আরও পড়ুন বিজেপিকে বিদায় জানাচ্ছেন তথাগত! শনিবার সাতসকালে জল্পনা বাড়াল টুইট

উল্লেখ্য, বরুণ গান্ধিই প্রথম বিজেপি সাংসদ যিনি প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। চিঠিতে আরও তিনি জানিয়েছেন, বেশ কয়েকজন শীর্ষ নেতা উস্কানিমূলক মন্তব্য করে বিরূপ পরিবেশের সৃষ্টি করেন যাতে কৃষকরা আরও খেপে যান। যাঁর ফলে প্রতিবাদে নামেন কৃষকরা। লখিমপুরের হিংসায় পাঁচ জন কৃষক ভাই প্রাণ হারান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi Varun Gandhi Lakhimpur Violence
Advertisment