Advertisment

উপত্যকায় সন্ত্রাস দমনে সাফল্য, সেনার গুলিতে নিহত ৩ জইশ জঙ্গি

নিহত ৩ জঙ্গির মধ্যে একজন কাশ্মীরের বিজেপি নেতা রাকেশ পণ্ডিতিয়া খুনে অন্যতম প্রধান অভিযুক্ত ছিল৷

author-image
IE Bangla Web Desk
New Update
Terrorist killed in Srinagar was assigned to carry out suicide attack: J&K police

প্রতীকী ছবি

ভূস্বর্গে সন্ত্রাস দমন অভিযানে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা৷ নিরাপত্তাবাহিনীর সঙ্গে চলা গুলির লড়াইয়ে খতম ৩ জইশ-এ-মহম্মদ জঙ্গি৷ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মেলে৷ এলাকায় তল্লাশিতে গেলে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা৷ বেশ কিছুক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ে ৩ জইশ জঙ্গিকে খতম করতে সফল হয় সেনা৷

Advertisment

কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে শনিবার ফের সাফল্য পেয়েছে সেনা৷ এদিন পুলওয়ামার নাগবাইরান ত্রাল এলাকায় জঙ্গিদের ঘাঁটি গেড়ে থাকার খবর পায় সেনাবাহিনী৷ সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে অভিযানের ছক কষে সেনা৷ ঘটনাস্থলে পৌঁছোতেই গোপন ডেরা থেকে নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা৷ পাল্টা জবাব দেয় সেনা ও পুলিশ৷ বেশ কিছুক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ে ৩ জঙ্গিরই মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, নিহত ৩ জঙ্গিই জইশ-এ-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য৷ এদের মধ্যে এক জঙ্গি চলতি বছরের জুন মাসে কাশ্মীরের বিজেপি নেতা রাকেশ পণ্ডিতিয়া খুনে যুক্ত ছিল৷

এদিকে, এদিন পুলওয়ামায় এই এনকাউন্টারের পরেও গোটা এলাকা ঘিরে রেখেছে সেনা৷ এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী৷ জম্মু কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, নিহত ৩ জঙ্গির মধ্যে একজনকে শনাক্ত করা গিয়েছে৷ তার নাম ওয়াকিল শাহ৷ এদিনের এই অভিযান নিরাপত্তাবাহিনী ও কাশ্মীর পুলিশের বড়সড় সাফল্য বলে মনে করেন ওই পুলিশকর্তা৷ তিনি আরও জানিয়েছেন, সম্প্রতি জম্মু কাশ্মীর পুলিশের তরফে উপত্যকার ১০ শীর্ষ জঙ্গির একটি তালিকা প্রকাশ করা হয়েছিল৷ সেই তালিকায় নাম ছিল নিহত জইশ জঙ্গি ওয়াকিল শাহের৷ ওয়াকিল বিজেপি নেতা রাকেশ পণ্ডিতিয়া খুনে অন্যতম প্রধান অভিযুক্ত ছিল৷

আরও পড়ুন- ‘অপহরণ নয়, জিজ্ঞাসাবাদের জন্যই আটক বিদেশিরা’, সাফাই তালিবানের

জম্মু কাশ্মীর পুলিশের প্রধান বিজয় কুমার জানিয়েছেন, পুলওয়ামায় এদিনের অপারেশন অত্যন্ত কঠিন ছিল৷ তবে আগে থেকে পরিকল্পনা করে অপারেশনের ছক কষায় অন্য ক্ষতি এড়ানো গিয়েছে৷ অপারেশনের শুরুতেই আগেভাগে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছিল৷ প্রথমেই টার্গেট এলাকাকে চিহ্নিত করা হয়৷ নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় বাসিন্দাদের৷ এলাকাবাসীর যাতে কোনও ক্ষতি না হয় সেব্যাপারে সজাগ দৃষ্টি ছিল নিরাপত্তারক্ষীদের৷ ৩ জঙ্গিকেই আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল৷ তবে সেনা কাছে যেতেই তারা গুলি ছুড়তে শুরু করে৷ পাল্টা গুলিতে নিহত হয় ৩ জঙ্গি৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kashmir Security force militants
Advertisment