Advertisment

উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন তিরথ সিং রাওয়াত, সরকার ভেঙে দেওয়ার দাবি কংগ্রেসের

দলীয় কোন্দলে জেরবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত মঙ্গলবারই পদত্যাগ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তিরথ সিং রাওয়াত। ফাইল ছবি

দলীয় কোন্দলে জেরবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত মঙ্গলবারই পদত্যাগ করেছেন। তারপর রাজনৈতিক অচলাবস্থার মধ্যে সরকার ভাঙার দাবি জানিয়ে সোচ্চার হয়েছে বিরোধী দল কংগ্রেস। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হল বিজেপির তরফে। তিরথ সিং রাওয়াত হচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। বিজেপি সাংসদ তথা ২০১৩-২০১৫ সাল পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি ছিলেন তিরথ।

Advertisment

এর আগে উত্তরাখণ্ড রাজ্য গঠনের পর প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তিরথ। ২০০৭ সালে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হন তিনি। ২০১২ সালে বিধায়ক হন আর তার পরের বছরই রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হন তিরথ।

প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। কেন ইস্তফা তার উত্তরে সাংবাদিকদের রাওয়াত বলেন, এটা একটা সাময়িক সিদ্ধান্ত। কিন্তু এর উচিত জবাব জানতে আপনাদের দিল্লিতে যেতে হবে। তাঁর উত্তরেই স্পষ্ট ছিল, দলের ভিতরে তাঁকে নিয়ে ক্ষোভ কতটা জোরাল ছিল। হাইকমান্ডের নির্দেশেই পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর।

এদিকে, সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। তিনি দাবি করেছেন, সরকারের দোষ ঢাকতেই বলির পাঁঠা হলেন ত্রিবেন্দ্র। অবিলম্বে রাজ্য সরকার ভেঙে দেওয়ার দাবি করেছে কংগ্রেস। সেইসঙ্গে দ্রুত বিধানসভা নির্বাচনেরও দাবি জানানো হয়েছে। হরিশ রাওয়াতের আরও দাবি, মুখ্যমন্ত্রী পাল্টে দিলেই সরকারের পাপ ধুয়ে যাবে না। ২০২২ সালে রাজ্যে বিজেপির নৌকা ডুববে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Uttarakhand Tirath Singh Rawat CONGRESS bjp
Advertisment