Advertisment

নিরাপত্তা বাড়ল উপমুখ্যমন্ত্রীর স্ত্রীর, পাবেন Y+ ক্যাটাগরি এসকর্ট, ট্রাফিক ক্লিয়ারেন্স গাড়ি

সুরক্ষার স্বার্থে...

author-image
IE Bangla Web Desk
New Update
traffic clearance vehicle and Y+ escort security upgrade for Mrs Amruta Fadnavis

স্ত্রী অমরুতার সঙ্গে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

আগে পেতেন X ক্যাটাগরির নিরাপত্তা। এবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমরুতার নিরাপত্তা বেড়ে হল Y+। রাজ্যের গোয়েন্দা বিভাগের সুপারিশের ভিত্তিতে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর আমরুতা ফড়নবিশের জন্য সুরক্ষার বহর বাড়িয়েছে। এখন থেকে আমরুতা ফড়নবিশের জন্য ট্রাফিক ক্লিয়ারেন্স গাড়িও থাকবে। এছাড়াও তাঁকে সর্বক্ষণ পাঁচজন পুলিশ ঘিরে থাকবে।

Advertisment

দেবেন্দ্র ফড়নভিস দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'মিসেস ফড়নবিশ কোনও নিরাপত্তা বৃদ্ধির জন্য আবেদন করেননি। তাঁর প্রাণের ঝুঁকি বিবেচনা করেই সুরক্ষা সম্পর্কিত হাই পাওয়ার কমিটি এই সুপারিশ করেছে। ট্রাফিক ক্লিয়ারেন্স গাড়ির জন্যও আবেদন করা হয়নি। উল্টে আমরুতা পুলিশকে জানিয়েছেন যে, তাঁর ট্রাফিক ক্লিয়ারেন্স গাড়ির প্রয়োজন নেই।'

নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উদ্ধব ঠাকরের পরিবারকেও একহাত নিয়েছেন ফড়নবিশ। বলেছেন, 'আমাকে বলা হয়েছে যে অতীতে পুরো ঠাকরে পরিবার এবং আরও অনেককে এই ধরনের ট্র্যাফিক ক্লিয়ারেন্স গাড়ি সরবরাহ করা হয়েছিল। এই সুরক্ষা পদ দেখে নয়, নিরাপত্তার বিষয়টি দেখে করা হয়ে থাকে। আগে এমন কিছু লোককে Z বা Z+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে যাঁরা বিধায়ক পর্যন্ত ছিলেন না।'

পুলিশ আধিকারিকদের কথায়, ট্রাফিক ক্লিয়ারেন্স গাড়ি সাধারণত কেবলমাত্র সাংবিধানিক পদাধিকারীদেরই দেওয়া হয়ে থাকে। ঠাকরে পরিবার সম্পর্কে ফড়নবিশের দাবির বিষয়ে, আদিত্য ঠাকরে মন্তব্য করতে অস্বীকার করেছেন। তবে ঠাকরে পরিবারের ঘনিষ্ঠ এক সিনিয়র নেতা বলেছেন, 'রশ্মি ঠাকরে (উদ্ধব ঠাকরের স্ত্রী) এবং তেজস ঠাকরের দুটি এসকর্ট ছিল, কিন্তু সুরক্ষার জন্য কোনও ট্রাফিক পুলিশ ছিল না। সাধারণত, এসকর্ট গাড়ি দ্রুত ট্র্যাফিক কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়। তবে মুখ্যমন্ত্রী ছাড়া কাউকেই স্টপেজ দেওয়া হয় না।'

স্বরাষ্ট্র দফতরের সূত্র অনুসারে, আগের মহা বিকাশ আগাদি (এমভিএ) সরকারের অধীনে, অমরুতা ফড়নবিশকে X ক্যাটাগরির (এসকর্ট সহ) সুরক্ষা দেওয়া হয়েছিল। দেবেন্দ্র ফড়নবিশ তখন বিরোধী দলের নেতা ছিলেন। জুন মাসে একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফড়নবিস সরকার গঠনের কয়েক মাসের মধ্যে, বেশ কয়েকটি এমভিএ নেতার নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র দফতরের এক ব্যাক্তির কথায়, '২শে অক্টোবর, এসআইডি (রাজ্য গোয়েন্দা বিভাগ) কমিশনারের কার্যালয় একটি নোট জারি করেছে, যেখানে অমরুতা ফড়নবিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তাঁকে একটি ট্রাফিক ক্লিয়ারেন্স গাড়ি সরবরাহ করতে বলেছে।'

Devendra Fadnavis bjp Maharashtra
Advertisment